Thursday, August 21, 2025

‘ভারত মাতা কি জয়’ না বলার অপরাধ! তরুণীকে ভরা অনুষ্ঠান থেকে তাড়িয়ে বিতর্কে মীনাক্ষী

Date:

‘ভারত মাতা কি জয়’ (Bharat Mata Ki Jaay) না বলার অপরাধ! ভরা অনুষ্ঠান থেকেই এক তরুণীকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর অভিযোগ মোদি সরকারের মন্ত্রী মীনাক্ষী লেখির (Meenakshi Lekhi) বিরুদ্ধে। আর এমন খবর সামনে আসতেই গেরুয়া শিবিরের পাশাপাশি মুখ পুড়েছে বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রীর। দিনকয়েক আগেই যুব সম্মলেনের বক্তৃতায় ভাষণ দিতে গিয়েছিলেন মীনাক্ষী। ভাষণ শেষ হতেই ভারত মাতার নামে জয়ধ্বনি দেন তিনি। কিন্তু মীনাক্ষী আশা করেছিলেন তাঁর পাল্টা প্রতিধ্বনি দর্শকদের মধ্যে থেকে আরও দ্বিগুণ জোরে তাঁর কাছে ফিরে আসবে। কিন্তু আশানুরূপ ফল না হতেই ক্ষেপে লাল মোদি দলের মন্ত্রী। এরপরই অনুষ্ঠান কক্ষ থেকে এক তরুণীকে বেরিয়ে যেতে বলে মন্ত্রী সাফ জানান, ‘ভারতকে নিয়ে যে গর্ব অনুভব করেন না, তাঁর থাকার অধিকার নেই এই সম্মেলনে।’ পাশাপাশি তরুণীকে মীনাক্ষীর প্রশ্ন, ‘ভারত কি তোমার মা নয়?’ আর মীনাক্ষীর এমন পদক্ষেপের পরই সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাম হোক বা ভারত মাতা সবেতেই শুরু অধিকার বিজেপির। জোর করে হিন্দুত্বের বুলি আওড়ে নিজেরাই বিভাজনের রাস্তায় হাটছেন। আর তাঁদের দেখানো পঠে না চললেই গণ্ডগোল।

সূত্রের খবর, শনিবার কেরালার কোঝিকোড়েতে যুব সম্মেলন উপলক্ষ্যে ভাষণ দেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। বক্তৃতা শেষ করে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘ভারত মাতা কি জয়’। জবাবে শ্রোতাদের থেকেও পাল্টা জয়ধ্বনিও শুনতে পান। তবে মন্ত্রী সেই সময় খেয়াল করেন, মঞ্চের পাশে একটি জায়গা থেকে জয়ধ্বনির আওয়াজ কম। কেউ কেউ তাঁদের মধ্যে জয়ধ্বনি দিচ্ছেনও না। আর এতেই চরম ক্ষিপ্ত হন মন্ত্রী। ইতিমধ্যে, সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে মীনাক্ষীকে বলতে শোনা যাচ্ছে, আমার সঙ্গে আপনারাও বলুন ভারত মাতা কি জয়। এরপর সকলেই প্রায় মন্ত্রীর নির্দেশ মতো কাজ করেন। তবে মন্ত্রীকে অনুষ্ঠান মঞ্চের একদিকে আঙুল দেখিয়ে বলতে শোনা যায়, ওই দিকের গলার স্বর প্রায় শোনাই যাচ্ছে না। আবার আপনারা আমার সঙ্গে বলুন ভারত মাতা কি জয়। এরপরও প্রত্যুত্তরে যে ধ্বনি পান তাতেও সন্তুষ্ট হননি মন্ত্রী। বরং কিছুটা বিরক্তি সহকারেই একাংশ দর্শকের দিকে তাকিয়ে তাঁকে এরপর বলতে শোনা যায়, আপনারা এখনও হাতে হাত রেখে বসে আছেন। উচ্চস্বরে ভারত মাতা কি জয় বলুন। আপনাদের গলার স্বর শোনাই যাচ্ছে না। আপনাদের কী সমস্যা ভারত মাতা কি জয় বলতে? তবে আচমকা কেন্দ্রীয় মন্ত্রীর এমন প্রশ্ন শুনে অনেকেই বিস্মিত হন। কিন্তু এখানেই থেমে থাকেননি মন্ত্রী। তিনি আরও একবার ভারত মাতার নামে জয়ধ্বনি দেন। তারপর ভিড়ের মধ্য়ে এক তরুণীকে উদ্দেশ্যে করে তাঁকে উঠে দাঁড়াতে বলেন।

মন্ত্রীকে রীতিমতো ক্ষুব্ধ হয়ে এক তরুণীকে বলতে শোনা যায়, ‘হলুদ পোশাক পরে যিনি বসে আছেন আপনি উঠে দাঁড়ান। হ্যাঁ আপনাকেই বলছি। এদিক ওদিক দেখতে হবে না আপনাকে। আপনাকে আমার একটা প্রশ্ন আছে, ভারত কি আপনার মা নয়? এরপর মন্ত্রীকে আরও বলতে শোনা যায়, আমায় মনে হয় এই সম্মেলন থেকে আপনার বেরিয়ে যাওয়া উচিত।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version