Sunday, May 4, 2025

লাফিয়ে বাড়ল সম্পত্তির পরিমাণ, বিশ্বে ধনীদের তালিকায় চতুর্থ স্থানে জুকারবার্গ

Date:

কিছুদিন আগেও খারাপ সময় ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী। নিজের কোম্পানিতে লোকসান থেকে শুরু করে ব্যক্তিগত আয়ের নিরিখেও বেশ খারাপ অবস্থাতেই ছিলেন। এরপর ২০২২ সালের শেষের দিকে তাঁর সম্পত্তি একেবারে তলানিতে পৌঁছয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তাঁর সংস্থা মেটার হাত ধরে ফের বিশ্বের ধনীদের তালিকায় তালিকায় প্রথম স্থানে উঠে এলেন মার্ক জুকারবার্গ (Mark Zukerberg)। সূত্রের খবর, ২০২২ সালের শেষ দিকে জুকারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র ৩ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু এরপর থেকেই ফেসবুক মেটা (Meta) ঘুরে দাঁড়াতেই ফেলেফেঁপে ওঠে জুকারবার্গের সম্পত্তি (Property)।

ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্সের রিপোর্টে সাফ জানানো হয়েছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০ কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। পিছনে ফেলেছেন বিল গেটসকেও। তবে ব্যক্তিগতভাবে মার্ক জুকারবার্গ আগে কখনোই এত সম্পত্তির মালিক ছিলেন না। কিন্তু ২০২৪ সালের শুরুতেই এল সুখবর। আগামী মার্চ মাস থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে চলেছে মেটা। সেখান থেকেই বছরে প্রায় ৭০ কোটি ডলার পাবেন জুকারবার্গ। তবে এই প্রথম নয়, এর আগেও গত বছরের এপ্রিল মাসে একদিনে ১০ বিলিয়ন ডলার আয় করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন জুকারবার্গ। রিপোর্ট অনুসারে, শেয়ারবাজারে মেটার মূল্য ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে যাওয়ায় একদিনেই ১০ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে গিয়েছিল জুকারবার্গের। আর সেই সুবাদেই মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের ধনীদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছিলেন জুকারবার্গ। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৮ হাজার ৭৩০ কোটি ডলার।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version