Thursday, November 6, 2025

রামমন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! গেরুয়া ‘ষড়যন্ত্রে’ বিপাকে কংগ্রেস নেতার মেয়ে

Date:

রামমন্দির (Ram Mandir) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের জের! আর তার খেসারত যে এত ভয়ানক হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রবীণ কংগ্রেস (Congress) নেতা মণিশংকর আইয়ারের (Manishankar Iyer) মেয়ে। এবার সেই ‘দোষেই’ সুরণ্যার (Suranya) বিরুদ্ধে থানায় দায়ের লিখিত অভিযোগ। শনিবারই দিল্লির সাইবার ক্রাইম থানায় এফআইআর (FIR) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা অজয় আগরওয়াল। তাঁর অভিযোগ, গত ২০ জানুয়ারি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রামমন্দির উদ্বোধন নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেছেন সুরণ্যা। আর এমন ঘটনা সামনে আসতেই বিজেপিকে কড়া জবাব বিরোধীদের। তাঁদের অভিযোগ, লোকসভা ভোটের আগেই রামমন্দিরের নামে মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ করছে বিজেপি। গেরুয়া শিবির দেখাতে চাইছে রামের উপর শুধুমাত্র তাঁদেরই অধিকার। তবে ভোটের আগে এসব করে লাভের লাভ কিছুই হবে না। দেশের মানুষ সব দেখছেন, সব বুঝছেন।

সূত্রের খবর, গত ২০ জানুয়ারি সুরণ্যা সোশাল মিডিয়ায় লেখেন, “আজকের দিনটা আমি উপবাস করব রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার প্রতিবাদে। এই উপবাস শুধু মুসলিম ভাইবোনেদের প্রতি সহমর্মিতা দেখাতেই।” আর এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে যায়। এরপরই তড়িঘড়ি জাঙ্গিপুরার আবাসন ছাড়ার নির্দেশ দেওয়া হয় প্রবীণ এই কংগ্রেস নেতার মেয়েকে। পাশাপাশি আবাসনের তরফেও সাফ জানানো হয়, সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সম্মতিতে রামমন্দির ৫০০ বছর পর নির্মিত হচ্ছে। তারপরও আপনাদের মতো শিক্ষিত পরিবারের মানুষ এই ধরনের মন্তব্য কী করে করতে পারেন! যার জবাবে একটি ভিডিও পোস্ট করে সুরণ্যা জানান,ওই আবাসন কর্তৃপক্ষ যে কলোনির, সেখানে নাকি তিনি বসবাসই করেন না। তবে মামলাকারী বিজেপি নেতার অভিযোগ, শুধুমাত্র ২০ জানুয়ারিই নয়, ওই সময়ে রামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিকর পোস্ট করেছিলেন তিনি। গোটা পোস্টটি খতিয়ে দেখেই ১৫৩-এ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অনান্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সুরণ্যা।

 

 

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version