Wednesday, August 27, 2025

জলজীবন মিশনের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রবল ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) তিনি জানিয়েছেন, প্রকল্পের জন্য জমি কেনা-সহ অন্যান্য খাতে কেন্দ্রের থেকে প্রায় ২৫ শতাংশ টাকা খরচ করতে হয় রাজ্যকে। অথচ প্রচার হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। পাশাপাশি, এই প্রকল্পের কাজে আরও গতি আনতে মুখ্যসচিবকে তিনি দায়িত্ব দিয়েছেন।

জলজীবন মিশন প্রকল্পে বাস্তবায়নে জমি নির্বাচন থেকে পরবর্তীকালে সংস্কার পুরোটাই করতে হয় রাজ্যকে। কেন্দ্রের সমপরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেও। এই নিয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গত শুক্রবার বাংলার জন্য কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে কেন্দ্র-রাজ্য সমান সমান অংশীদার। ফলে রাজ্যকেও এই প্রকল্প খাতে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করতে হবে। ১৫ দিনের মধ্যে সেই টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্র। এই নিয়েই প্রবল উষ্মা প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই প্রকল্পে অর্থ বরাদ্দ স্রেফ বাংলার বকেয়া ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্না মঞ্চ থেকেও বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোট ১১০০-রও বেশি নতুন পদ সৃষ্টি করা হবে। যার মধ্যে যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৩২৪টি, জেলার জনস্বাস্থ্য নার্সিং অফিসার পদে ২৪টি, স্টাফ নার্স ৪০৫টি, গ্রেড-২ তে সিনিয়র পাবলিক হেলথ নার্স ৩৫৮টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version