Thursday, August 28, 2025

মিলছে না CNG! অফিস টাইমে রুবি মোড় আটকে বিক্ষোভ, পুলিশের চেষ্টায় স্বাভাবিক পরিস্থিতি

Date:

পর্যাপ্ত পরিমাণে মিলছে না সিএনজি (CNG)। আর মিললেও পেট্রোল পাম্পগুলিতে (Petrol Pump) ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার অভিযোগ। যার জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের। আর সেকারণেই সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই শহরের গুরুত্বপূর্ণ ইএম বাইপাস (EM Bypass) অবরুদ্ধ করে বিক্ষোভে সামিল গাড়ি চালকরা। এদিন সকাল ১০ টার কিছু সময় পরেই রুবি মোড়ে রাস্তার উপরে আড়াআড়িভাবে ট্যাক্সি, প্রাইভেট গাড়ির চালকরা গাড়ি দাঁড় করিয়ে রেখে প্রতিবাদ শুরু করেন। সপ্তাহের প্রথমদিনে অফিসে বেড়িয়ে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা। ঘটনার জেরে এদিন প্রায় আধ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়ে শহরের এই ব্যস্ত রাস্তা। তবে শুধু নিত্যযাত্রীরাই নন, এদিন মাধ্যমিকের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলিতেও পরীক্ষা চলছে। আর সেকারণেই সকালে বেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায় পরীক্ষার্থীদের।

এদিন প্রথমে রুবি মোড়ের চিংড়িহাটার দিকটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়। যার জেরেই একের পর এক গাড়ি রাস্তায় পরপর দাঁড়িয়ে পড়ে। তবে আটকে পড়া বেশিরভাগ যাত্রী জানেনই না কী কারণে এই অবরোধ। কিন্তু পরে পুলিশই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বিক্ষুব্ধ গাড়ি চালকদের সঙ্গে কথা বলে রাস্তা স্বাভাবিক করে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর। অবরোধকারীদের অভিযোগ করছেন, “আমরা CNG পাই-ই না। মাঝেমধ্যে আশপাশে কিছুটা পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। আমরা CNG পেতে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আমাদের পেটে খাবার নেই তো। আমাদের কথা কেউ শুনছে না। শুধু নতুন নতুন  গাড়ি এনে দিচ্ছে। নতুন গাড়ি এলেও এখানে পর্যাপ্ত সিএনজির ব্যবস্থা নেই।

 

 

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version