Thursday, August 28, 2025

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় বন্ধু রাজুকে কোমা থেকে জাগাতে আবেগপ্রবণ পদক্ষেপ থেকে রসিকতা সবই প্রয়োগ করে। শেষে বোনের বিয়ে নিয়ে রসিকতা শুনে জেগে ওঠে রাজু রস্তোগি। দর্শকরা আনন্দ পেলেও এটা যে বাস্তবে সম্ভব না তা মনে মনে সবাই জানতেন। কিন্তু এবার এই অসম্ভবই সম্ভব হল আমেরিকায়। মায়ের রসিকতায় পাঁচ বছর পরে জেগে উঠল মেয়ে। মা পেগি মিনস বলছেন যেন একটা বন্ধ দরজা দুজনকে দুজনের সামনে রেখেও আলাদা করে রেখেছিল। হঠাৎ সেই দরজাটা খুলে গিয়ে মিলে গেলেন মা-মেয়ে।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় মিচিগানের জেনিফার ফ্লেওয়েলেন ইররিভার্সিবল (ফেরার অযোগ্য) কোমায় চলে যান। সেই সময় তাঁর ছেলের বয়স ছিল ১১। মা পেগি মিনস কিন্তু কখনও আশা ছাড়েননি। নাতির ফুটবল খেলা দেখাতে নিয়ে যেতেন। আর ক্রমাগত ফ্লেওয়েলেনের সঙ্গে রসিকতা করে যেতেন। শেষে পেগির রসিকতা শুনে হঠাৎ একদিন হেসে ওঠে ফ্লেওয়েলেন। শুনে ভয় পেয়ে যান পেগি। পরে যোগাযোগ করা হয় ডাক্তারের সঙ্গে।

বর্তমানে শুধুই নিজের অনুভূতিগুলি প্রকাশের অবস্থায় রয়েছেন ফ্লেওয়েলেন। বিভিন্ন থেরাপি চলছে তাঁর। যদিও ডাক্তাররা এই ধরনের কোমা থেকে ফেরার ঘটনা শতকরা ১ বা ২ জন বলেই জানাচ্ছেন। তাই ফ্লেওয়েলেনের ফিরে আসা তাঁদের কাছেও বিস্ময়কর। প্রথমে লম্বা সময় ঘুমাবে সে। পরে ধীরে ধীরে চিকিৎসার মধ্যে দিয়ে তার সব অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থা ফিরে পাবে সে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version