অভিমান ভুলে কামাল হোসেন জানালেন, ‘নেতৃত্বের উপর আস্থা আছে’

মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে মাদ্রাসা সার্ভিস নিয়ে কিছুটা অভিমান ও ক্ষোভের সুর দেখা গিয়েছিল শিক্ষক তথা তৃণমূল মুখপাত্র কামাল হোসেনর গলায়। তিনি বলেছিলেন, “আমিই একমাত্র বাঙালি সংখ্যালঘু মুখপাত্র। কিন্তু আমার কথাই শোনা হচ্ছে না। বিগত এক মাস ধরে আমি অনেক কষ্টে আছি।” তৃণমূলে থাকবেন না বলেও ইঙ্গিত দেন।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই অভিমান ভুলে ১৮০ ডিগ্রি ঘুরে যান কামাল হোসেন। অভিমান ভুলে জানান, তিনি তৃণমূলেই আছেন। এখনও তৃণমূলের মুখপাত্র তিনি। দলের সর্বোচ্চ নেতৃত্বের উপর আস্থা ভরসা আছে।

তাঁর কথায়, “সংবাদ মাধ্যমে আমি কিছু কথা বলেছি, যেটা আমার সাময়িক অভিমান। মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত কিছু বিষয়ে আমার কিছু বক্তব্য ছিল, তা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমার এভাবে মন্তব্য করা উচিত হয়নি। তবে পার্টি নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হবে, তবে সমস্যা কিছুটা গভীর। তাই সাময়িক বিলম্ব হতে পারে। কিন্তু এর মাঝে সংবাদ মাধ্যমে আমি যা বলেছি, তা না বললেই ভালো হতো। এর জন্য আমি দুঃখিত। আমার যাঁরা নেতৃত্ব আছেন, তাঁদের উপর আমার পুরনো ভরসা, আস্থা আছে। এবং এখনও পর্যন্ত আমি খাতায়-কলমে দলীয় মুখপাত্র হয়ে আছি।”