Wednesday, January 14, 2026

এবার মহাভারতের ‘জতুগৃহ’কে স্বীকৃতি আদালতের, ৫৩ বছরের মামলার অবসান

Date:

Share post:

উত্তর ভারত জুড়ে যখন রাম-নামের মাহাত্ম্য তুলে ধরতে ব্যস্ত শাসকদল বিজেপি, তখন উত্তর প্রদেশেই জেগে উঠল মহাভারতের অস্তিত্ব। ৫৩ বছরের একটি মামলায় একটি সংরক্ষিত স্থানে মহাভারতের জতুগৃহের অস্তিত্বের পক্ষে রায় দিল বাগপত আদালত (Baghpat Court)। ইসলামিক সাধকের মাজার ও কবরস্থানের আবেদন নাকচ করল আদালত।

১৯৭০ সালে উত্তরপ্রদেশের বাগপতের হিন্দন (Hindon) ও কৃষণি (Krishni) নদীর মধ্যবর্তী এলাকায় বারনাওয়া গ্রামে একটি মাজার এলাকায় অন্য সম্প্রদায়ের মানুষের প্রবেশে বাধা দেওয়ার আবেদন নিয়ে বাগপত আদালতের দ্বারস্থ হন মাজারের রক্ষক। এত বছর ধরে সেই মামলা ঝুলেই ছিল। সম্প্রতি উত্তর ভারতে বিজেপির ধর্মীয় রাজনীতি প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে ওঠার পর এবার ৫৩ বছর পুরোনো সেই মামলায় মাজার রক্ষকের আবেদন খারিজ করে দিল। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ ১৯২০ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) একটি সার্ভে রিপোর্ট অনুযায়ী মিরাট শহরের ১৯ মাইল দূরে একটি ভগ্ন এলাকার অস্তিত্ব পাওয়া গিয়েছিল যা মহাভারতের সময়ের পাণ্ডব দহনের ‘জতুগৃহ’ (Lakha Mandap) বলে অনুমান করা যেতে পারে।

মাজার পক্ষের দাবি ছিল সুফি সাধক বদরুদ্দিন শাহ ৬০০ বছর আগে ওই জায়গায় সৌধ ও পরে তাঁর সমাধি ওখানে তৈরি হয়। সেখানে অন্য সম্প্রদায়ের মানুষ জোর করে ঢুকে যজ্ঞ করছিল। তাঁদের ঢোকায় নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেয় আদালত। কিন্তু ৫৩ বছর আগের সেই আবেদন খারিজ করে দেয় আদালত। যদিও ১৯২০ সাল থেকেই এএসআই-এর এই প্রমাণ থাকলেও তা এতদিন তুলে ধরা হয়নি আদালতে। সম্প্রতি রামমন্দির প্রতিষ্ঠার পর এরকম অনেক তত্ত্বই বেরিয়ে আসছে যা একাধিক মামলায় ইসলামদের আর্জির বিরুদ্ধে হিন্দুদের আর্জিকে প্রতিষ্ঠা দিচ্ছে।

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...