Tuesday, August 26, 2025

কুকুরের বিস্কুট দলীয় কর্মীর হাতে দিলেন রাহুল! ভিডিও নিয়ে জলঘোলা বিজেপির

Date:

Share post:

লোকসভা ভোটের আগে বিরোধীদের তোলা দুর্নীতি থেকে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে জেরবার বিজেপি সরকার। সেই সাঁড়াশি চাপ সামলাতে মিডিয়া সেলই ভরসা কেন্দ্রের সরকারের। এবার মিডিয়া সেলের (media cell) টার্গেটে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে কুকুরের প্রত্যাখ্যান করা বিস্কুট দলীয় কর্মীর হাতে তুলে দিয়ে রাহুল গান্ধী কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহারের প্রমাণ বলে দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে উঠে এসেছে কংগ্রেস থেকে দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া হিমন্ত বিশ্বশর্মার নামও। যদিও বিজেপির প্রকাশিত ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি।

বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ঝাড়খণ্ডে রয়েছেন রাহুল গান্ধী। সেখানকার একটি ভিডিও বিজেপি মুখপাত্র (spokesperson) অমিত মালব্য প্রকাশ করেন যেখানে দেখা গিয়েছে গাড়ির ওপরে একটি কুকুরকে তুলে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলেন রাহুল গান্ধী। কুকুরটি খেতে না চাওয়ায় সেটি সামনে দাঁড়ানো এক কংগ্রেস কর্মী যার সঙ্গে তিনি কথা বলছিলেন, তাঁর হাতে দিয়ে দেন। অমিত মালব্যর দাবি কুকুরের বিস্কুট কর্মীর হাতে তুলে দিয়ে রাহুল প্রমাণ করলেন কংগ্রেস কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের বুথকর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। এবং কংগ্রেসের ‘বিলুপ্ত’ হয়ে যাওয়ার কারণ হিসাবে কর্মীদের সঙ্গে নেতৃত্বের এই ব্যবহারের যুক্তিই দেন তিনি।

অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে এই ভিডিওটিতে ট্যাগ (tag) করে লেখা হয় যখন তাঁকেও রাহুল গান্ধী নিজের কুকুরের প্লেট থেকে বিস্কুট খেতে দিয়েছিলেন। যদিও এই ভিডিও-তে রাহুল কর্মীকে বিস্কুট খেতে দিয়েছিলেন কী না, তা স্পষ্ট না। এই ট্যাগের উত্তরে বিশ্বশর্মা লেখেন, তিনি সেদিন কংগ্রেসের বিস্কুট ও দল দুটিই প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেসের জমানায় অসমের মন্ত্রী থাকাকালীন বিশ্বশর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...