Sunday, August 24, 2025

কাশ্মীরে লস্কর সংগঠন পরিচালনা থেকে অস্ত্রপাচার, পুলিশের জালে প্রাক্তন সেনা

Date:

ভারতীয় সেনা থেকে অবসরের পর কাশ্মীরে বসে জঙ্গি সংগঠন পরিচালনা থেকে সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের অভিযোগে দিল্লি রেল পুলিশের জালে এক লস্কর (Lashkar-e-taiba) জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে মোস্ট ওয়ান্টেড (most wanted) এই জঙ্গিকে দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তার থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড আটক করে তদন্ত শুরু হয়েছে। যাবতীয় তথ্য জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দেবে দিল্লি রেল পুলিশ।

সম্প্রতি কাশ্মীরের কুপওয়ারাতে (Kupwara) একটি জঙ্গি হামলার ছক বানচাল করে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই হামলার পিছনে মূল মাথা ছিল প্রাক্তন ভারতীর সেনা রিয়াজ আহমেদ। কিন্তু নাশকতার পরিকল্পনা বানচাল করলেও রিয়াজকে ধরা সম্ভব হয়নি গোয়েন্দা বিভাগের পক্ষে। তবে গোয়েন্দারা তার ওপর হাই অ্যালার্ট (High alert) জারি করে। গোপন সূত্রে দিল্লি রেল স্টেশনে রিয়াজের পৌঁছানোর খবর পৌঁছায় গোয়েন্দাদের কাছে। সেই সূত্রেই দিল্লি রেল পুলিশ ৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে রিয়াজকে। সোমবার তার পরিচয় নিশ্চিত করা হয় গোয়েন্দা বিভাগের তরফে।

তবে কেন এই রিয়াজকে ধরতে এত তৎপরতা দেশের গোয়েন্দা বিভাগের। প্রাক্তন সেনা রিয়াজ ক্রমাগত লস্কর-এ-তৈবার জন্য সীমান্তে অস্ত্র পাচারের কাজ করত। এরপর দুই সঙ্গী খুরশিদ আহমেদ রাঠের ও গুলাম সারওয়ার রাঠেরকে সঙ্গে নিয়ে কুপওয়ারায় নাশকতার পরিকল্পনা করে। পরিকল্পনা সফল না হওয়ায় ডেরা বদল করে করে দেশেই বিভিন্ন শহরে আস্তানা গাড়ছিল রিয়াজ। সেখান থেকেই নতুন কোনও নাশকতার পরিকল্পনা ছিল, এমনটাও অনুমান গোয়েন্দাদের। রিয়াজের গ্রেফতারির ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে কাশ্মীরে লস্করের নতুন ঘাঁটি ও পরিকল্পনা সম্বন্ধে তদন্ত করা সহজ হবে বলেই অনুমান গোয়েন্দা বিভাগের।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version