Tuesday, December 2, 2025

লাগাতার ধর্ষণ, গায়ে ঢালা হত গরম ডালও! দিল্লিতে চরম পরিণতি বাংলার যুবতীর

Date:

Share post:

ফের সামনে এল দিল্লির (Delhi) নৃশংস রুপ! এবার রাজধানীর বুকে লাগাতার ধর্ষণ, নির্যাতনের শিকার বাংলার (West Bengal) যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণের পাশাপাশি চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা যুবতীর এমন ভয়ঙ্কর পরিণতিতে রীতিমতো প্রশ্নের মুখে দিল্লির আইন শৃঙ্খলা। কীভাবে বাংলার যুবতীর এমন পরিণতি?

পুলিশ সূত্রে খবর, দিনকয়েকআগেই ফোনের মাধ্যমে এক যুবকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। তারপর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই দার্জিলিং থেকে এসে বিগত এক মাস ধরে ওই যুবতী অভিযুক্তের সঙ্গে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় রাজু পার্কের কাছে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করে। গত ৩০ জানুয়ারি প্রকাশ্যে আসে বিষয়টি। দিল্লি পুলিশকে ফোনে এক ব্যক্তি জানান এক মহিলাকে তাঁর স্বামী বেধড়ক মারধর করছেন। এরপরই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে যুবতীকে উদ্ধার করে এবং এইমসে ভর্তি করে।

দিল্লি পুলিশ জানিয়েছে, যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তবে কিছুটা সুস্থ হলে পুলিশকে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে। যুবতী জানায় ফোনের মাধ্যমেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিন-চার মাস ধরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। জানুয়ারি মাসেই বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পায় যুবতী। এরপর দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল যুবতীর। কিন্তু পরিকল্পনা বদল করে অভিযুক্ত যুবকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যুবতী। দেখা করতে গেলে, ওই যুবক জোরাজুরি করে তাঁকে থেকে যেতে বলে। দিল্লিতেই চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাঁর ভরসাতেই দিল্লিতে থেকে যায় যুবতী। কিন্তু এরপরই যুবতীর উপরে শারীরিক নির্যাতন শুরু করে অভিযুক্ত। প্রতিদিন তাঁকে ধর্ষণের পাশাপাশি তাঁর শরীরে গরম ডাল ঢেলে পুড়িয়েও দেওয়া হয়। অভিযুক্তের নাম পরস। উত্তরাখণ্ডের বাসিন্দা দিল্লির একটি খাবারের দোকানে রান্নার কাজ করত সে।

 

 

 

 

spot_img

Related articles

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...