Sunday, November 16, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ১০৬ রানে জয়লাভ করেছে বিরাটরা। ম্যাচের শেষে বিশাখাপত্তনমে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস তারকা জাহির খান। দুজনেই একে অপরকে কটাক্ষ করছিলেন। ইতিমধ্যে কেভিন পিটারসনের মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে যায়, যা শোনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ।
ঘটনার সূত্রপাত ধোনিকে নিয়ে। কেভিন পিটারসন এই আলোচনা করার সময় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মজা করতে শুরু করেন। এরপর জাহির খান যুবরাজ সিংয়ের নাম উল্লেখ করে কেভিন পিটারসনকে চুপ করিয়ে দেন। পিটারসনের বক্তব্য ছিল, তিনি টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে আউট করেছিলেন। তাঁর শিকারের তালিকায় কামরান আকমলের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নামও রয়েছে। এর জবাবে জাহির খান পিটারসনকে মনে করিয়ে দেন যে যুবরাজের স্পিনে এই ব্রিটিশ ব্যাটার কতটা অপ্রস্তুত পরিস্থিতির শিকার হতেন।
২০০৭ সালে ওভালে আয়োজিত টেস্ট ম্যাচে ধোনিকে ৯২ রানে আউট করেছিলেন পিটারসন। তিনি জাহিরের সঙ্গে কথা বলতে গিয়ে, এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তারপরই দুজনের মধ্যে অফ ফিল্ড স্লেজিং শুরু হয়ে যায়। পিটারসন বলেন, আপনারা সকলেই জানেন যে আমার পকেটে আর কে রয়েছে? কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনি। আমার পকেটে কামরান আকমলের ঠিক পাশেই উনি রয়েছেন। এর জবাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার বলেন, আপনি জানেন যে কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। যুবি তো আবার বলছিল, ও নাকি কেভিন পিটারসনকে নিজের পকেটে রাখে।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version