Monday, January 12, 2026

ভোটের একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণ বালুচিস্তানে! মৃত ২২

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। শেষমুহুর্তের ভোটের প্রস্তুতির মাঝেই পাকিস্তানে (Blast in Pakistan)ভয়ঙ্কর কাণ্ড। বালুচিস্তানে এক প্রার্থীর অফিসের সামনে পর পর বিস্ফোরণে মৃত ২২, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। বৃহস্পতিবারে পড়শি রাষ্ট্রে ভোটের (Election in Pakistan) আগে ব্যাক টু ব্যাক বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আর্থিক সংকট সহ জিনিসের মূল্যবৃদ্ধিতে নাকাল পাক ভূমি। গত কয়েক মাস ধরে পাকিস্তানে পর পর সন্ত্রাসী হামলা ও মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা গোটা বিশ্বজুড়ে। তারমাঝেই এই ভয়ঙ্কর কাণ্ড। পিশিনের খানোজাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। আসফান্দ ইয়ার খান কাকর (Asfand Yar Khan Kakar)নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। তিনি কার্যালয়ে না থাকায় প্রাণ রক্ষা হয়েছে বলেই মত তাঁর সমর্থকদের।

বিগত কয়েকমাসে বারবার শিরোনামে এসেছে পাকিস্তান। ইমরান খানের জেলবন্দি হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সেদেশের ভোটে।কোর্টের নির্দেশে তিনি জেলবন্দি হতেই তাঁর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের ভোটে জিতেছেন ইমরান খান। এদিকে, চলতি বছরের ভোটে প্রার্থী হতে পারেননি ইমরান। পাশাপাশি তাঁর পার্টি তেহরিক এ ইনসাফ পাকিস্তানকে ব্যাট চিহ্ন ব্যবহার করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে পিএমএন এল নওয়াজ পার্টির বিরুদ্ধে। এর মাঝেই এই বিস্ফোরণের ঘটনায় এক গুচ্ছ প্রশ্ন জন্ম নিয়েছে। বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল। তারপরও কীভাবে বিস্ফোরণ হয় বাড়ছে ধোঁয়াশা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩০ জন গুরুতর জখম হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...