Monday, December 22, 2025

ভোটের একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণ বালুচিস্তানে! মৃত ২২

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। শেষমুহুর্তের ভোটের প্রস্তুতির মাঝেই পাকিস্তানে (Blast in Pakistan)ভয়ঙ্কর কাণ্ড। বালুচিস্তানে এক প্রার্থীর অফিসের সামনে পর পর বিস্ফোরণে মৃত ২২, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। বৃহস্পতিবারে পড়শি রাষ্ট্রে ভোটের (Election in Pakistan) আগে ব্যাক টু ব্যাক বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আর্থিক সংকট সহ জিনিসের মূল্যবৃদ্ধিতে নাকাল পাক ভূমি। গত কয়েক মাস ধরে পাকিস্তানে পর পর সন্ত্রাসী হামলা ও মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা গোটা বিশ্বজুড়ে। তারমাঝেই এই ভয়ঙ্কর কাণ্ড। পিশিনের খানোজাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। আসফান্দ ইয়ার খান কাকর (Asfand Yar Khan Kakar)নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। তিনি কার্যালয়ে না থাকায় প্রাণ রক্ষা হয়েছে বলেই মত তাঁর সমর্থকদের।

বিগত কয়েকমাসে বারবার শিরোনামে এসেছে পাকিস্তান। ইমরান খানের জেলবন্দি হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সেদেশের ভোটে।কোর্টের নির্দেশে তিনি জেলবন্দি হতেই তাঁর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের ভোটে জিতেছেন ইমরান খান। এদিকে, চলতি বছরের ভোটে প্রার্থী হতে পারেননি ইমরান। পাশাপাশি তাঁর পার্টি তেহরিক এ ইনসাফ পাকিস্তানকে ব্যাট চিহ্ন ব্যবহার করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে পিএমএন এল নওয়াজ পার্টির বিরুদ্ধে। এর মাঝেই এই বিস্ফোরণের ঘটনায় এক গুচ্ছ প্রশ্ন জন্ম নিয়েছে। বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল। তারপরও কীভাবে বিস্ফোরণ হয় বাড়ছে ধোঁয়াশা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩০ জন গুরুতর জখম হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


spot_img

Related articles

মধ্যরাতে বাড়িতে আগুন: হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। বাড়িতে আগুন লেগে গিয়ে বাড়ির ছাল ভেঙে পড়ে তার নিচেই চাপা...

সন্দেশখালির সাক্ষীর গাড়িতে ধাক্কা: গ্রেফতার ঘাতক গাড়ির চালক

সন্দেশখালিতে মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় আরও একধাপ এগোলো পুলিশ। এবার গ্রেফতার মূল অভিযুক্ত (main accused)...

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...