আরও এক মহানক্ষত্রকে হারাল বিশ্ব ফুটবল। ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল গঞ্জালেস। মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মিগুয়েলের প্রয়াণের কথা জানানো হয়েছে।

স্নায়ুরোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। রিয়াল সমর্থকদের কাছে ‘বিড়াল’ হিসাবে পরিচিত ছিলেন। অ্যাথলেট হিসেবে সুনামও কুড়িয়েছিলেন। স্পেনের কার্দেনাল সিজেনারোস স্কুলে হ্যান্ডবল ও বাস্কেটবল খেলেছেন। এমনকি হকি স্টিক হাতে নিয়েও মাঠ কাঁপিয়েছিলেন। বাস্কেটবল টুর্নামেন্টে একবার সর্বোচ্চ স্কোরারও হয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য সব কিছু বাদ দিয়ে ফুটবলকেই ধ্যান করেছিলেন। প্রথমে নাম লেখান গ্যালিসিয়ানের দেপোর্তিভো কৌতোয়। ১৯৬৯ সালের ২৩ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিষেক হয় তাঁর। তার পরে টানা ১৮ বছর মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলেছেন। মোট ৩৪৬ ম্যাচে মোট ১৬টি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ৮টি লিগ ও ২টি উয়েফা কাপ।

শুধুমাত্র ক্লাব নয়, স্পেনের জার্সি গায়েও খেলেছেন মিগুয়েল। দেশের হয়ে মোট ১৮টি ম্যাচ খেলেছেন। ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপে স্পেনের জাতীয় দলে ছিলেন। ১৯৮৬ সালের জুনে ৩৯ বছর বয়সে বুট তুলে রাখেন। অবসর নেওয়ার পরে নিজের প্রিয় ক্লাব রিয়ালের সঙ্গে যুক্ত হন। গোলরক্ষক কোচ ও রিয়ালের অনুশীলন কেন্দ্র সিউদাদ দেপোর্তিভোর পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।