Thursday, August 28, 2025

লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! লক্ষ্মীবারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ লক্ষ্মীলাভ

Date:

রাজ্যে সব মহিলাকে ‘হাত খরচ’-এর জন্যই ২০২১-এ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার লোকসভা ভোটের আগে তাঁর মাস্টারস্ট্রোক সেই প্রকল্পের ভাতা বৃদ্ধি। বৃহস্পতিবার, বিধানসভায় বাজেট পেশে করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা ভাতা বাড়ানো হল। যার ফলে যে মহিলারা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা করে পাবেন। জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা।

চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট (Budget) পেশের সময় বলেন, “আমাদের মা-বোনেদের হাত শক্ত করার জন্য এই মা-মাটি-মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক ১,২০০ টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক ১০০০ টাকা হবে।“

২০২১ সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান। এ বার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য। চন্দ্রিমা জানান, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে।  মে মাস থেকে মহিলারা এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা। ৬০ বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন বলেও বাজাটে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করার মতো ঐতিহাসিক পদক্ষেপের জন্য মাননীয়া সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।’’

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version