Saturday, November 15, 2025

বিরোধীদের ষড়যন্ত্র, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা দেব

Date:

সাংসদ কোটার টাকার কমিশনের চাওয়ার অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম!দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার অভিযোগ, কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। যদিও অডিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছেন শঙ্কর দলুই। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব।তিনি বলেছেন,বিরোধীদের ষড়যন্ত্র।
প্রায় এক দশক আগে, প্রথমবার লোকসভা ভোটের ময়দানে নেমে যিনি এই কথাগুলো বলেছিলেন, সেই তৃণমূল সাংসদ দেব রাজনীতির স্বাদ বুঝেছেন।ভাইরাল অডিও ক্লিপ নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা দেব। এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশনের কথা! যদিও এর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে জানিয়েছেন, ‘গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের শঙ্কর দলুইয়ের গলা।’
ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল প্রাক্তন বিধায়ক ও চেয়ারম্যান শঙ্কর দলুই বলেন, ‘আমি মনে করি, এই অডিও ভাইরালটা পুরো উদ্দেশ্যপ্রণোদিত এবং আমি এ সম্পর্কে আমার কিছু এ নেই এবং অনেক সময় অনেক কিছু ভাইরাল করার ক্ষেত্রে অনেক কিছু করা যায়।এটা কবেকার খবর, কীসের খবর আমি তাও জানি না।’পাল্টা প্রশ্ন তোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। প্রশ্ন তোলেন, ‘কাকে বলেছে?’
সাংসদের তরফে বলা হয়েছে, হেনস্থা করার জন‌্যই পরিকল্পিতভাবে তাঁর এক বিরোধী এই ধরনের মিথ‌্যাচার-সহ ফোনে কথা বলেছেন, তারপর পরিকল্পনামাফিক সেটি বাজারে ছাড়া হয়েছে। যদিও অডিওতে দেবের গলা নেই। দেব গোটা বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন। তিনি যে এসবে তিতিবিরক্ত, সেকথাও তাঁর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংসদে যোগ দিতে দিল্লি যান দেব। বুধবার তিনি ইনস্টাগ্রামে লোকসভায় তাঁর আসনটির ছবি পোস্ট করে লেখেন, “আর কয়েক ঘণ্টা।” এ নিয়ে প্রবল জল্পনা শুরু হয়। আজ, বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা দেবের।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version