Sunday, August 24, 2025

“ওবিসি নন, মিথ্যে বলছেন উনি”, মোদির বিরুদ্ধে অভিযোগ রাহুলের

Date:

জাতিগত পরিচয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, নরেন্দ্র মোদি জাতিগতভাবে অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। রাহুলের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গোটা দেশে জল্পনা তৈরি হওয়ার পর নতুন করে গুরুতর অভিযোগ উঠল মোদির বিরুদ্ধে।

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে বর্তমানে ওড়িশায় ঝাড়সুগুড়ায় রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ বৃহস্পতিবার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। সাধারণ শ্রেণিভুক্ত।” এর পরে মোদি সম্পর্কে তাঁর অভিযোগের ‘ব্যাখ্যা’ও দেন রাহুল। তিনি বলেন, “ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। ২০০০ সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।” অবশ্য রাহুলের দাবিতে কোনও ভুল নেই বলেই মনে অরছে রাজনৈতিক মহল। কারণ, মোদি ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত। বিজেপির জমানাতেই গুজরাটে ওবিসি তকমা পেয়েছিল এই সম্প্রদায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় রাজনীতিতে নিজেকে প্রান্তিক জাতিভুক্ত হিসেবে তুলে ধরতে সক্রিয় নরেন্দ্র মোদি। এমনকি ২০১৪ সালে মোদির বিরুদ্ধে নিম্নমানের রাজনীতির অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ে পাল্টা মোদি অভিযোগ করেন ‘নিচু জাতের’ বলেই কংগ্রেসের আক্রমনের শিকার তিনি। নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় কংগ্রেস। এবার মোদির জাতিগত পরিচয়ের আসল স্বরূপ তুলে ধরলেন রাহুল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version