Friday, November 7, 2025

তৎপর পর্ষদ! মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

Date:

প্রশ্নপত্র(Question Papers) ফাঁস করেও লাভের লাভ কিছুই হল না। এবার মাধ্যমিকের(Madhyamik) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার (Arrest) মাস্টারমাইন্ড (Mastermind)। সূত্রের খবর, মালদহের (Maldah) অভিযুক্ত গৃহশিক্ষকের (Private Tutor) নাম জীবন দাস (Jeevan Das)। মালদহের গোপালপুর অঞ্চলের বালুটোলা থেকে শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত জীবন গৃহ শিক্ষকতার পাশাপাশি নিজেরও একটি কোচিং সেন্টার চালাতেন। পুলিশ সূত্রে খবর, মোবাইলের হোয়াটস অ্যাপ (Whatsapp) চ্যাট দেখতেই অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয় পুলিশ।

গত শনিবারই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার দিন এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। এরপরই তল্লাশি চালিয়ে গোপালপুর হাইস্কুলের সাত পরীক্ষার্থীর থেকে উদ্ধার হওয়া মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপরই বাতিল করে দেওয়া হয় সাত পরীক্ষার্থীর পরীক্ষা। এরপর বাজেয়াপ্ত মোবাইলগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। যে গ্রুপের নাম ছিল এমপি ২০২৪ কোয়েশ্চন আউট। আর সেই গ্রুপের সন্ধান পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতোই এরপর শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ জানতে পারে জীবন দাসই ওই গ্রুপের অ্যাডমিন। আর প্রমাণ হাতে পেতেই অভিযুক্তর নাগাল পেতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ।

চলতি মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা করেছে পর্ষদ। কিন্তু তার মধ্যেই মাধ্যমিকের প্রথম দিন প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে পর্ষদ সাফ জানিয়েছে কেউ অন্যায় করলে বা কারও নামে কোনও অভিযোগ এলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।

 

 

 

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version