সম্পত্তি নিয়ে বিবাদের সূত্রপাত।মাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চাপ দিচ্ছিল ছেলে। শেষ পর্যন্ত সেই সম্পত্তির জন্যই ছেলের হাতে নৃশংসভাবে খুন হল মা। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার নালিকুলের সাহাপুর অঞ্চলে। মৃতার নাম সুমিতা গড়ান (৫২)।মৃতার ছেলে নিতাই গরানকে পুলিশ গ্রেফতার করেছে।
মৃতার বড় ছেলে গৌরাঙ্গ গরান জানিয়েছেন, তার ছোট ভাই নিতাই প্রায়ই তাদের বিষয় সম্পত্তি নিয়ে অশান্তি করত।তার দাবি, ভাই আশপাশের কিছু মানুষের কথায় প্ররোচিত হয়ে নানান সময়ে অশান্তি করত।বৃহস্পতিবার সেই অশান্তি চরম আকার নেয়। নিতাই সম্পত্তির ভাগ নিয়ে অশান্তি শুরু করলে মা প্রতিবাদ করে।