Wednesday, January 7, 2026

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠক্রম বদলের প্রক্রিয়া শুরু সিলেবাস কমিটির

Date:

Share post:

রাজ্যের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠক্রম বদলের প্রক্রিয়া শুরু করল রাজ্যের সিলেবাস কমিটি। বছরের শুরুতেই উচ্চমাধ্যমিকের পাঠক্রম বদলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের ছাড়পত্র পেলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে সেই পাঠক্রম। এবার বদল আসতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সিলেবাসেও। নতুন পাঠক্রম আপডেটেড করাই লক্ষ্য শিক্ষা দফতরের।

ইতিমধ্যেই মাধ্যমিকের পাঠক্রমে বদল আনার প্রক্রিয়াও শুরু করেছে শিক্ষা দফতর। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠক্রম যদি সেই পাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি না হয় তাহলে মাধ্যমিক স্তর ও উচ্চমাধ্যমিক স্তরে গিয়ে সমস্যায় পড়তে পারে পড়ুয়ারা। পাশাপাশি শিক্ষার প্রথম দিকের শ্রেণিতে যদি পাঠক্রম পারিপার্শ্বিক সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বদল না করা হয় তাহলেও সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থীরা। সেই কথা মাথায় রেখেই এবার ষষ্ঠ থেকে অষ্টমে সিলেবাস বদলের ভাবনা।

সময়োপযোগী ও বাস্তবমুখী পাঠক্রম তৈরির জন্য নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞদের পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো মানুষের মতামত নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে জুন মাসের মধ্যেই পাঠক্রম তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রাজ্য সরকারের। পরিকল্পনা মতো কাজ শেষ হলে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা পেতে চলেছে নতুন পাঠক্রম। এই শ্রেণির পাঠক্রম ২০১২ সালে শেষবার বদল হয়েছিল।

spot_img

Related articles

দেশের বিচারপতিরা সংখ্যালঘুদের জামিন দিতে ভয় পাচ্ছেন: দাবি প্রাক্তন আইনজীবী দাভের

বরাবর স্পষ্টবক্তা ও গণতন্ত্রের কণ্ঠরোধকারীদের বিরোধী স্বর হিসাবে তিনি পরিচিত। ৪৮ বছরের আইনজীবীর জীবনে ইতি টেনে সাধারণ মানুষকে...

মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম বিকৃত উচ্চারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ কুণালের

আইএসএল জট কাটাতে পারেনি এআইএফএফ(AIFF)। শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার আইএসএলের দিনক্ষণ...

মিথ্যে ফাঁস কমিশনের, অমর্ত্যর বাড়িতে পৌঁছল SIR শুনানিরই নোটিশ

বুধের সকালে 'প্রতীচী'তে পৌঁছলো SIR শুনানিরই নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রামপুরহাটে সভা...

সৌমিতৃষা নামের মানে জানেন না পরমা, বয়স্ক বলে গায়িকাকে খোঁচা অভিনেত্রীর

স্যোশাল মিডিয়া বড় অদ্ভুত বটে। নিজের মনের জানা অজানা ব্যক্ত করতে এই মাধ্যমকে বেছে নিতে গিয়ে বারবার সমালোচনা...