Monday, May 19, 2025

রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) । বোর্ডের প্রথম বড় পরীক্ষার কারণে বিভিন্ন জনসভা পথসভা এমনকি মেলার ক্ষেত্রেও একাধিক বিধি নিষেধ আরোপ করা আছে। তবে এর মাঝেই ত্রিবেনীর কুম্ভ মেলার (Kumbha Mela) মাঝে ঐতিহ্যবাহী মেলা করার অনুমতি চাওয়া হয়েছিল। এলাহাবাদে যেমন গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেনীতেও আছে। সেই সঙ্গমস্থলে প্রায় ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা এই স্থানে বিশ্রাম নিতেন। তাই মাঘ সংক্রান্তিতে ত্রিবেনী হয়ে উঠত মিনি কুম্ভ। এবছর ১২ জানুয়ারি কুম্ভ মেলা এবং ১৩ তারিখ শাহি স্নানের তিথি রয়েছে বলে জানায় মেলা কমিটি। এবার শর্তসাপেক্ষে এই মেলার অনুমতি দিল প্রশাসন।

অন্যান্য বাড়ির মত এবার অনেকটাই ছোট আকারে এই কুম্ভ মেলা হচ্ছে। বুধবার যজ্ঞ এবং ধ্বজা উত্তোলন হয়। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে এক দিন পরে শুরু হবে মেলা। শাসনের তরফে বেশ কিছু বিধি নিষেধ লাগু হয়েছে। বদলে গেছে মেলার স্থান। লাউড স্পিকার ব্যবহারে ৩৬ ডেসিবেল শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে । রবিবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলার সমস্ত রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর থেকেই। এই বিষয়ে কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় জানান, এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) জন্য শর্তসাপেক্ষভাবে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে এই বছরের কুম্ভ মেলা। ১১ তারিখের বদলে ১২ তারিখ বিকাল থেকে শুরু হচ্ছে কুম্ভ। বাঁশবেড়িয়ার পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় (Shilpi Chatterjee) বলেন যে প্রথমে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভ মেলা বন্ধের কথা বলেছিল প্রশাসন। পরে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। মেলার পরিবেশ যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় এবং পরিবেশ দূষণ না হয় সেদিকে সদর্থক দৃষ্টি দেওয়ার কথাও বলেছে পুরসভা।


Related articles

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই...

টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। টেকনো ইন্ডিয়া গ্রুপের...

নেত্রীর অনুমোদনে কাজের ভিত্তিতে সিদ্ধান্ত: তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে জানালেন অভিষেক

“যেখানে যা পরিবর্তন আমাদের নেত্রীর অনুমোদনে হয়েছে। কোথায় কে থাকবেন, না থাকবেন, বিগত দিনে তাঁরা কেমন কাজ করেছেন,...
Exit mobile version