Friday, January 9, 2026

বহুতলের ছাদ কোনওভাবেই বিক্রি করা যাবে না, নিষেধাজ্ঞা কলকাতা পুরসভার

Date:

Share post:

শহরের একাধিক বহুতলে বিক্রি হচ্ছে ছাদ। অভিযোগ সেখানে রমরম করে চলছে রেস্তোরাঁ । কোথাও ছাদের চারপাশে জাল লাগিয়ে চলছে নানা স্পোর্টস। গোটা ঘটনায় ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং বিভাগের আধিকারিকদের তিনি জানিয়েছেন, ছাদ ‘কমন এরিয়া’। আবাসনের সকল বাসিন্দা তা ব‌্যবহার করতে পারবেন। ব‌্যক্তিগতভাবে ছাদ কিনে ব‌্যবসা করা যাবে না।পুরসভার যুক্তি, আবাসনে আগুন লাগলে ছাদ ব‌্যবহার করেই ঢুকতে হয় দমকল কর্মীদের। যে কোনও বিপর্যয়ে আবাসনের বাসিন্দাদের উদ্ধার করতেও ভরসা ছাদ। মেয়র জানান, ছাদের চারপাশ ঘিরে গেটে তালা লাগালে বরদাস্ত করা হবে না।

ঘটনার সূত্রপাত শনিবার । মেয়রের দ্বারস্থ হন মধ‌্য কলকাতার বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য‌। তার অভিযোগ, বছর তিনেক আগে একটি বাড়ির দোতলা কিনেছেন। পরে সেই বাড়ির একতলা আর তিনতলা কেনেন অন‌্য এক ভদ্রলোক, এমনকী কিনে নেন ছাদটিও। বিস্মিত মেয়রের প্রশ্ন, ‘‘ছাদ কী করে বিক্রি হল?’’ মেয়রের সাফ কথা, ছাদ কমন ল‌্যান্ড। সকলের ব‌্যবহারের জন‌্য। ছাদ আলাদা করে কেউ কিনতে পারে না। বিল্ডিং বিভাগের ডিজিকে তিনি নির্দেশ দেন ওই বিল্ডিং যেন কোনওভাবেই অনুমোদন না পায়।

উল্লেখ‌্য, শহরের একাধিক জায়গায় ছাদের ওপর চলছে ব‌্যবসা। কোথাও হুকা বার কোথাও বা রমরমিয়ে চলছে ক‌্যাফে। চারপাশ দিয়ে ছাদ ঘিরে ব‌্যবসা করছেন রেস্তোরাঁ মালিকরা। অনেক সময় প্রোমোটাররাই সমস্ত ফ্ল‌্যাট বিক্রি হয়ে যাওয়ার পর শুধু ছাদটুকু নিজের নামে রেজিস্ট্রি করতে আসছেন।বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানান, এটা হবে না। প্রোমোটার চাইলে ছাদ বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র বাসিন্দাদের এনওসি দেখিয়ে কাজ হবে না।

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...