Friday, August 22, 2025

ভারতীয় দল নয়, পৃথ্বীর লক্ষ্য অন্য, জানালেন মুম্বইয়ের তরুণ ব্যাটার

Date:

রঞ্জিট্রফিতে দূরন্ত পারফরম্যান্স করলেও , দীর্ঘদিন ধরে ভারতীয় দলের দরজা বন্ধ পৃথ্বী শা’র সামনে। সম্প্রতি, ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫৯ রান করেন পৃথ্বী। এই রানের সুবাদে নজিরও গড়েন পৃথ্বী। এরপরই তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। যদিও এই নিয়ে ভাবেন না পৃথ্বী। বরং তাঁর লক্ষ্য যে অন্য তা জানিয়ে দিলেন মুম্বইয়ের ব্যাটার।

এই নিয়ে পৃথ্বী বলেন , “এখনই খুব বেশি কিছু ভাবতে চাই না। রঞ্জিট্রফি খেলছি। এটা নিয়েই ভাবতে চাইছি। আমার বড় কোনও প্রত্যাশা এখন নেই। আবার মাঠে ফিরেছি। এটাই এখন উপভোগ করতে চাই। চোট সারিয়ে ফেরার পর নিজের সেরাটা দিতে চাই। আমার এখন লক্ষ্য মুম্বইয়ের হয়ে রঞ্জিট্রফি জেতা। দলের জন্য যতটা সম্ভব ততটা অবদান রাখতে চাই। মুম্বইকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করাই এখন লক্ষ্য আমার।’’

এরপরই পৃথ্বী আরও বলেন , ‘‘আমি ভাল খেলতে চাইছি। মাঠে ফেরার আগে একটা চিন্তা ছিল। যেভাবে ব্যাট করতে পছন্দ করি, সেভাবে খেলার সুযোগ পাব কিনা নিশ্চিত ছিলাম না। কিভাবে খেলব, ঠিক কবে মাঠে ফিরতে পারব, ভাল ভাবে শুরু করতে পারব কিনা— এই সব চিন্তা মাথায় ঘুরছিল। মাঠে নামার কয়েক ঘণ্টা পর অবশ্য সব স্বাভাবিক হয়ে গিয়েছে।’’ চোট সারিয়ে ফিরে আসা নিয়ে তিনি বলেন, ‘‘স্নায়ুর চাপে ভুগছিলাম তেমন নয়। তবে ব্যাটিং শুরুর সময়ের অনুভূতিটা একটু অদ্ভুত ছিল। যাই হোক বিশ্বাস ছিল, সব ঠিক হয়ে যাবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। মাঠে আমার শরীরের ভাষাও ঠিক ছিল।”
এখনও পর্যন্ত, ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং ১টি টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন ২০২১ সালে ২৫ জুলাই। আড়াই বছরের বেশি ভারতীয় দলে দেখা যায়নি ২৪ বছরের ক্রিকেটারকে।

আরও পড়ুন-দলের খেলায় খুশি নন কুয়াদ্রাত, ম্যাচ শেষ কী বললেন লাল-হলুদ কোচ ?

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version