Thursday, August 28, 2025

সন্দেশখালির অশান্তির ‘নেপথ্যে’ প্রাক্তন বাম বিধায়ক, পুলিশের হাতে আটক

Date:

দুদিন ধরে সন্দেশখালিতে বিক্ষোভ ও পরে তাণ্ডব চালানোর পর রবিবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে এলাকা। সেই তাণ্ডবের সময় তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্ম, মাছের ভেড়ির অফিস ও বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় রবিবার সকালে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল বাঁশদ্রোণী থানার পুলিশ। এর পরই সিপিআইএম কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।

শনিবারই সন্দেশখালি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী নামে। জেলা ও রাজ্যের পুলিশ কর্তারাও বাড়ি বাড়ি ঘুরে ৭ ফেব্রুয়ারি তাণ্ডবের ঘটনার তদন্ত করেন। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ ও টাকা নয়ছয়ের অভিযোগে প্রথমে তৃণমূল থেকে বহিষ্কার ও পরে গ্রেফতার হন জেলা পরিষদের তৃণমূল সদস্য উত্তম সর্দার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টভাবে বলেন অশান্তি নিয়ন্ত্রণে পুলিশ তদন্ত করে সঠিক অপরাধীদের ধরার কাজ শুরু করে দিয়েছে। তৃণমূলের দাবি অশান্তি বাঁধালে দল নির্বিশেষে ব্যবস্থা নেবে পুলিশ। যার উদাহরণ উত্তম সর্দারের গ্রেফতারি।

তাণ্ডবের ঘটনায় শিবু হাজরা থানায় যে অভিযোগ করেন তাতে প্রথমেই নাম ছিল সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের নাম। সেই অভিযোগ অনুযায়ী রবিবার সকালে বাঁশদ্রোণী থানার পুলিশ তাঁর বাঁশদ্রোণীর বাড়ি গিয়ে তাঁকে থানায় ডেকে এনে আটক করে। এরপরই স্থানীয় বাম কর্মী সমর্থকরা থানার বাইরে বিক্ষোভে সামিল হন। সিপিআইএম নেতা বিকাশ রায়চৌধুরির অভিযোগ, শিবু হাজরাকে আড়াল করার জন্য প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে।

যদিও বামেদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর দাবি, পুলিশ গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে। কারা কারা সেদিনের ঘটিয়েছে তাদের গ্রেফতার করছে। তৃণমূলের কেউ যুক্ত থাকলেও গ্রেফতার হবে। সিপিআইএমের কেউ যুক্ত থাকলে তাঁকেও গ্রেফতার করা হবে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version