Saturday, August 23, 2025

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবির প্রায় ৩ দিন পর রূপনারায়ণের ধার থেকে উদ্ধার হল এক শিশু সহ দুজনের দেহ। তবে ওই ঘটনায় নিখোঁজ এখনও দুজন। ইতিমধ্যেই এই ঘটনায় নৌকার মাঝিকে গ্রেফতার করেছে হাওড়ার জয়পুর থানার পুলিশ। এখনও নিখোঁজদের পরিবার ও সঙ্গীরা তাঁদের দেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার হাওড়ার বাগনান থেকে রূপনারায়ণ পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দুধকামরার ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান বেশ কয়েকটি পরিবার। সেখান থেকে বিকালে ফেরার পথে নৌকা উল্টে তলিয়ে যান ১৪ জন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করেন ৯ জনকে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে নিখোঁজ পাঁচজনের খোঁজে শুরু হয় তল্লাশি। শুক্রবার সকালে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই বেঁচে ফেরা যাত্রীদের বয়ানের ভিত্তিতে নৌকার মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যাত্রীদের অভিযোগ নৌকা ঘাটে ফেরানোর কথা বললেও মাঝি অস্বীকার করে। কিছুক্ষণের মধ্যেই নৌকায় জল ঢুকে সেটি উল্টে যায় ও ভেঙে যায়। পরে পুলিশের তদন্তে উঠে আসে ক্ষমতা ও নিয়মের অতিরিক্ত লোক তুলেছিলেন মাঝি রবিন পাত্র। তাঁকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।

রবিবার জয়পুর থানার বোড়াল কালিতলা এলাকায় নদীর চরে ভেসে ওঠে একটি দেহ। গায়ের জামা দেখে পরিবারের লোক সনাক্ত করেন সেটি ঋষভ পালের(৭) দেহ বলে। অন্য দেহটি উদ্ধার হয় প্রায় পাঁচ কিলোমিটার দূরে হুগলির খানাকুল থানার পানশিউলি এলাকা থেকে। মৃতের নাম অচ্যুৎ সাহা। এখনও নিখোঁজ দুজনের জন্য তল্লাশি জারি পুলিশের।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version