Monday, August 25, 2025

লক্ষ্য মতুয়া ভোটব্যাঙ্ক, রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টারস্ট্রোক মমতার

Date:

রাজ্যসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেও আদতে তৃণমূল সুপ্রিমোর নজরে লোকসভায় মতুয়া ভোটব্যাঙ্ক। সেক্ষেত্রে মহিলা এবং মতুয়ার উপর জোর দিয়েছেন মমতা। মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠাচ্ছেন । আর সেই সংযোগেই লোকসভা ভোটে তৃণমূল বিজেপিকে মাত দেওয়ার লক্ষ্য নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়নের ওপরে বিশেষ জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের সামাজিক উন্নয়নে যদি তুরুপের তাস হয় লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, তেমনি ভোটের প্রার্থী তালিকা নির্ধারণের ক্ষেত্রেও তিনি অগ্রাধিকার দিয়েছেন মহিলাদের।

আর এবার রাজ্যসভার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। বলা যেতে পারে রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে নারীশক্তিকে আবার সম্মান জানালেন মমতা।
রাজ্যসভা নির্বাচনের জন্য মোট ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই ৪ প্রার্থীর মধ্যে ৩ জনই মহিলা। তাঁরা হলেন সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ ও মমতাবালা ঠাকুর। আর চতুর্থ প্রার্থী হলেন মহম্মদ নাদিমুল হক। চার আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। সাগরিকা ঘোষ এক্স  হ্যান্ডেলে লিখেছেন , আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমার উপর ভরসা রাখার জন্য। আমি সম্মানিত বোধ করছি।


রাজ্যসভায় এবার মতুয়া সম্প্রদায়ের মমতাবালা ঠাকুরকে প্রার্থী করেছেন তিনি।এর আগে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন মমতাবালা। আসলে লোকসভা ভোটকে পাখির চোখ করে এর মধ্যে দিয়ে মতুয়া ভোটব্যাঙ্ককেই বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। এরই পাশাপাশি সুস্মিতা দেবকে আবারও একবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। ২০২১ সালে একবার সুস্মিতাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। মানস ভুঁইঞার ছেড়ে আসা রাজ্যসভার আসনে তাঁকে পাঠিয়েছিল ঘাসফুল শিবির। এবার ফের একবার তাঁকে রাজ্য সভায় পাঠাচ্ছেন মমতা।

তৃণমূলের তৃতীয় মহিলা প্রার্থী বিখ্যাত সাংবাদিক সাগরিকা ঘোষ। ১৯৯১ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত সাগরিকা। তাঁর বেশকিছু বইও পাঠকমহলে যথেষ্টই প্রশংসিত হয়েছে। বাবা প্রাক্তন আইএএস অফিসার ভাস্কর ঘোষ এবং স্বামী আরও এক বিখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই।লোকসভায় মহুয়া মৈত্রর মতো রাজ্যসভায় একজন বলিয়ে কইয়ে মুখকে রাজ্যসভায় আনতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সবমিলিয়ে তৃণমূল সুপ্রিমোর রাজ্যসভার জন্য প্রআর্থঈ বাছাইয়ের চমকে বিজেপি অনেকটাই ব্যাকফুটে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version