Thursday, November 13, 2025

সারা দেশে এই প্রথমবার ১৩টি আঞ্চলিক ভাষায় হবে কনস্টেবল নিয়োগ পরীক্ষা

Date:

এবার বাংলা ভাষাতেও দেওয়া যাবে সিআইএসএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষা ৷ সারা দেশে এই প্রথমবার ১৩টি আঞ্চলিক ভাষায় হবে এই পরীক্ষা ৷ কনস্টেবল (জিডি) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) আধিকারিকদের নিয়োগ করা হবে ৷ যাঁরা হিন্দি বা ইংরেজিতে পারদর্শী নন, তাঁদের জন্য এই পরীক্ষা পদ্ধতিকে সহজ করে তোলা হয়েছে । এবার প্রার্থীরা হিন্দি বা ইংরেজি ছাড়াও ১৩টি অন্যান্য আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন ৷

কেন্দ্রের কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হবে ৷ দেশব্যাপী ১২৮টি কেন্দ্রে প্রায় ৪৮ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এই বিবৃতিতে বলা হয়েছে, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ নিয়োগের জন্য হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (জিডি) পরীক্ষা নেওয়া হবে ।

স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, “এই পরীক্ষায় বিভিন্ন রাজ্যের যুবকদের অংশগ্রহণ বাড়ানো এবং পরীক্ষা প্রক্রিয়াটিকে আরও সহজতর করতে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরীক্ষা গ্রহণকারী ১৩টি আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়লাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ।মন্ত্রক জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দ্বারা অনুষ্ঠিত হবে কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ৷ সারা দেশ থেকে লক্ষ লক্ষ তরুণ-তরুণী এই পরীক্ষায় অংশ নেবেন । এই সিদ্ধান্তটি দেশব্যাপী লক্ষ লক্ষ তরুণদের তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে সাহায্য করবে ।

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version