Friday, November 14, 2025

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ! বাংলা থেকে রাজ্য়সভায় শমীক, আর কারা তালিকায়?

Date:

লোকসভার আগেই রাজ্যসভার ভোট। চলতি মাসেই রাজ্যসভার নির্বাচন। রবিবার রাজ্য়সভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভার নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মোট ১৪টি আসনের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বাংলা থেকে রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের আগে রাজ্যসভায় বাংলা থেকে পরীক্ষিত নেতার উপরেই আস্থা দেখাল গেরুয়া শিবির। বর্তমানে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।

রাজ্যসভায় পাঠানোর জন্য এদিন বিজেপি মোট ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ছত্তীসগড়, হরিয়ানা, কর্নাটক, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন- লক্ষ্য মতুয়া ভোটব্যাঙ্ক, রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টারস্ট্রোক মমতার

উত্তরপ্রদেশ থেকে রাজ্য়সভায় যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস থেকে বিজেপিতে আসা আরপিএন সিং, বিদায়ী সাংসদ সুধাংশু ত্রিবেদী। এছাড়া উত্তর প্রদেশের প্রতিনিধি হিসাবে প্রার্থী তালিকায় থাকছেন চৌধুরী তেজবীর সিং, সাধনা সিং, অমরপাল মৌর্য, সঙ্গীতা বলবন্ত এবং নবীন জৈন।

উত্তরাখণ্ড থেকে রাজ্য়সভায় যাচ্ছেন রাজ্য বিজেপির ইউনিট প্রেসিডেন্ট মহেন্দ্র ভাট।

কর্নাটক থেকে রাজ্যসভায় যাচ্ছেন নারায়ণ কৃশানাসা ভান্দাগে।

বিহার থেকে রাজ্যসভায় যাচ্ছেন ভিম সিং এবং ধর্মেশীলা সিং।

ছত্তীসগড় থেকে পাঠানো হচ্ছে রাজা দেবেন্দ্র প্রতাপ সিংকে।

হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুভাষ বার্লাকে।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় নির্বাচন। মোট ১৫টি রাজ্যের ৫৬টি আসনে নির্বাচন হবে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version