Monday, May 19, 2025

জামতারার মতো গ্যাংই এই চ.ক্রান্ত করছে! মাধ্যমিকের ‘প্রশ্ন ফাঁ.স’ ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু ভ্যালেনস্টাইস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এর পরেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের চক্রান্ত নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জামতারার মতই একটি গ্যাং প্রশ্ন ফাঁসের চক্রান্ত করেছিল। এই অসাধু চক্রের গ্যাংকে ধরা গেছে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার সোমবার ছিল শেষদিন। সেদিনই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ব্রাত্য বসু জানালেন, যেভাবে প্রশ্ন ফাঁসের চক্রান্ত করা হয়েছিল তা সম্পূর্ন আটকানো গেছে পর্ষদের তৎপরতায়।

ব্রাত্য বসু জানান, প্রশ্ন ফাঁস রুখতে বদ্ধ পরিকর ছিলাম আমরা। আগে দেখতাম মোবাইলে ছবি তুলে বাইরে পাঠাতো। তারপর বোর্ড আর রাজ্যের বিরুদ্ধে কুৎসা শুরু হত। এই অসাধু চক্রের গ্যাংকে ধরা গেছে। মিথ্যা প্রচার, কালিমালিপ্ত করার প্রবনতা আটকে গেছে। আগামী দিনে শিক্ষা দফতর অমীমাংসিত বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ব্রাত্যর সংযোজন, কীভাবে প্রশ্ন ফাঁস আটকানো যায় এই নিয়ে ২০টা বৈঠক করেছি পর্ষদের সঙ্গে। এরপরেই আলোচনা করে ঠিক হয় কিউ আর কোড ব্যবহার করা হবে। এই উদ্যোগের জন্যই অভিসন্ধি মূলক প্ররোচনা রুখতে পেরেছি। পরিকল্পনা করে পরীক্ষার্থীরা এই কাজ করেনি। বাইরের গ্যাং এটা করাচ্ছিল। এদের উদ্দেশ্য ছিল প্রশ্ন ভাইরাল করে দেওয়া। এতে কোনও পরীক্ষার্থীরা উপকৃত হচ্ছিলেননা।

জানা গিয়েছে, এবারে মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ৩৭টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ২৩ জনই মালদহের। মালদহের এক গৃহ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ব্রাত্য বসু জানান, পর্ষদ যদি শিক্ষা দফতরকে কোনও কোচিং সেন্টারের তালিকা দিতে পারে যেখান থেকে এই ধরনের অসাধু কাজ করা হচ্ছিল তাহলে জেলা প্রশাসনকে বলে সেই কোচিং সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

spot_img

Related articles

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব...

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ...

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...