সন্দেশখালিকাণ্ডে নাটকীয় মোড়! জামিন পাওয়ার পরেই ফের গ্রেফতার উত্তম-বিকাশ

সন্দেশখালিকাণ্ডে নাটকীয় মোড়। সোমবার সন্ধেয় জামিন পাওয়ার পর ফের গ্রেফতার উত্তম সর্দার (Uttam Sardar) ও বিকাশ সিংহ (Bikash Singha)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বসিরহাট আদালত (Court) চত্বরে।

সন্দেশখালিকাণ্ডে এদিন সন্ধেয় উত্তম সর্দারকে ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় বসিরহাট আদালত। জামিন পাওয়ার পরেই তৃণমূল (TMC) থেকে সাসপেন্ডেড উত্তম মন্তব্য করেন, মা-বোনেদের সাজিয়ে নিয়ে এসব করছে সিপিএম-বিজেপি (CPIM-BJP)। এমনকী তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। কিন্তু তারপরেই ফের উত্তমকে প্রথম আটক ও পরে গ্রেফতার করে পুলিশ।

এদিকে শনিবার উত্তম সর্দারের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংহকে। সোমবার আদালত (Court) থেকে জামিন পান তিনিও। এরপরে যখন তাঁকে নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা রীতিমতো মালা পরিয়ে গাড়িতে তুলতে যান, তখনই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: রেড রোডে শেষদিনের ধরনা মঞ্চ থেকে লোকসভায় ৪২-এ ৪২ করার ডাক তৃণমূলের

দু’জনকেই বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন মামলার প্রেক্ষিতে জামিন পাওয়ার পরেও উত্তম ও বিকাশকে গ্রেফতার করা হল তা এখনও স্পষ্ট নয়।

Previous articleজামতারার মতো গ্যাংই এই চ.ক্রান্ত করছে! মাধ্যমিকের ‘প্রশ্ন ফাঁ.স’ ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর
Next articleইংল্যান্ডের বিরুদ্ধে নজিরের সামনে দাঁড়িয়ে জাড্ডু, কোন কোন রেকর্ডের সুযোগ রয়েছে জাদেজার সামনে?