‘অন্নদাতা’ কৃষকদের দাবির সমর্থনে কেন্দ্রের ‘জেল’ তৈরিতে ‘না’ কেজরির

দিল্লির চতুর্দিকে দুর্ভেদ্য ব্যারিকেড তুলে আন্দোলনরত কৃষকদের রাজধানীতে ঢোকায় বাধা দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। সেখানে কেন্দ্রের বিরোধিতা করে স্টেডিয়ামকে জেল তৈরির প্রস্তাবকে সরাসরি বাতিল করে দিল কেজরিওয়াল পরিচালিত দিল্লি সরকার।

কৃষকদের দাবি ন্যায্য। তাঁদের দাবিকে সমর্থন করে কেন্দ্র সরকারের জেল তৈরির প্রস্তাবকে নাকচ করে দিল দিল্লির আপ সরকার। দিল্লির চতুর্দিকে দুর্ভেদ্য ব্যারিকেড তুলে আন্দোলনরত কৃষকদের রাজধানীতে ঢোকায় বাধা দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। সেখানে কেন্দ্রের বিরোধিতা করে স্টেডিয়ামকে জেল তৈরির প্রস্তাবকে সরাসরি বাতিল করে দিল কেজরিওয়াল পরিচালিত দিল্লি সরকার।

দিল্লির ভাবনা স্টেডিয়ামকে অস্থায়ী জেল বানানোর প্রস্তাব পাঠানো হয় দিল্লি প্রশাসনের কাছে। মঙ্গলবার কৃষক আন্দোলন দিল্লির প্রতিটি সীমান্তে প্রবল আঘাত করার পর অন্দোলনকারী কৃষকদের দিয়ে জেল ভরার পরিকল্পনা করে কেন্দ্র সরকার। সোমবার কেন্দ্রের এই প্রস্তাবে সম্মতি দিয়ে দুটি স্টেডিয়ামকে জেলখানা বানানোর প্রস্তাবে সম্মতি দেয় হরিয়ানা প্রশাসন। দিল্লি প্রশাসনের কাছেও একই প্রস্তাব পাঠায় কেন্দ্র সরকার। তবে দিল্লির কেজরিওয়াল সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে জেল বানানোর প্রস্তাব ফিরিয়ে দেয়।

দিল্লির তরফে জাবাবি চিঠিতে বলা হয়েছে কৃষকদের দাবি ন্যায্য। দ্বিতীয়ত, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। সেই অনুযায়ী তাঁদের গ্রেফতার করা ভুল। কৃষকরাই দেশের অন্নদাতা। তাই এভাবে তাঁদের গ্রেফতারি তাঁদের কাটা ঘায়ে নুন ছেটানোর মত। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁরা পাশে থাকবেন না। ফলত স্টেডিয়ামকে জেলে পরিবর্তিত করার অনুমতি দেওয়া সম্ভব না।

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleউচ্চ মাধ্যমিকে বিশেষ পরিষেবা দেবে রেল, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন স্টপেজ