Thursday, January 29, 2026

আজ লাল-হলুদের সামনে মুম্বই, দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন কুয়াদ্রাত

Date:

Share post:

আজ আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য জিততেই হবে। কিন্তু মুম্বই ম্যাচের আগে চোট-আঘাতে জর্জরিত লাল-হলুদ শিবির! মাঝমাঠের অন্যতম ভরসা সাউল ক্রেসপো ডার্বিতে চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার এই তালিকার নবতম সংযোজন পারদো। নর্থ-ইস্ট ম্যাচে চোট পেয়ে বিরতিতে বসে গিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। মুম্বই ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে অধিনায়ক ক্লেটন সিলভা কার্ড সমস্যায় মঙ্গলবারের ম্যাচে নেই। এই পরিস্থিতিতে দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন কার্লোস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল কোচের বক্তব্য, ‘‘মুম্বই ম্যাচটা খুব কঠিন হতে চলেছে। পারদোর চোট রয়েছে। অনুশীলনে ওকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচে ওকে পাওয়া যাবে কি না। ক্লেটনও কার্ড সমস্যায় নেই। তাই বাধ্য হয়েই দলে বেশ কিছু পরিবর্তন করতে হচ্ছে। ব্রাউনকে শুরু থেকেই খেলাতে পারি।’’ সোমবার সন্ধেবেলায় ইস্টবেঙ্গলের অনুশীলনে পারদোকে দেখা যায় গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এদিকে, রটে গিয়েছিল, এই মরশুমেই আর খেলতে পারবেন না ক্রেসপো। কুয়াদ্রাত অবশ্য বলছেন, ‘‘আমার কাছে এমন কোনও খবর নেই। ক্রেসপো এই মুহূর্তে স্পেনে। এই সপ্তাহের শেষদিকে ফিরবে। ওকে দেখার পরেই বুঝতে পারব কবে মাঠে ফিরবে।’’

১২ ম্যাচে ১২ পয়েন্ট। আইএসএলে এই মুহূর্তে দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও, আইএসএলে মাত্র দু’টি ম্যাচই জিততে পেরেছে লাল-হলুদ। এই পরিস্থিতিতে মুম্বই ম্যাচে কুয়াদ্রাতের ভরসা হতে পারেন সৌভিক চক্রবর্তী ও দুই নতুন বিদেশি ফেলিসিও ব্রাউন ও ভিক্টর ভাসকুয়েজ। কার্ড সমস্যা কাটিয়ে মঙ্গলবার মাঠে ফিরছেন সৌভিক। অন্যদিকে, নর্থইস্ট ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল করেছিলেন ব্রাউন। স্প্যানিশ মিডফিল্ডার ভাসকুয়েজ মিনিট কুড়ি খেলে নজর কেড়েছিলেন।

কুয়াদ্রাতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসা ব্রাউনের বক্তব্য, ‘‘আমি পেশাদার ফুটবলার। কোচ চাইলে শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত। লাল-হলুদ জার্সিতে প্রথম ম্যাচেই গোল করতে পেরে খুশি। দুর্ভাগ্য যে, ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যাই। কাল মাঠে নামার সুযোগ পেলে ফের গোল করতে চাইব। তবে আমার গোলের থেকেও জরুরি হল দলের জয়।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে রাজ্যে মৃত ৪

এসআইআর-আতঙ্কে বাংলায় মৃত্যুমিছিল অব্যাহত (SIR death)। শুনানির আতঙ্কে রাজ্যে নতুন করে আরও চারজনের মৃত্যু হল। একদিকে, কলকাতার মেডিক্যাল...

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে...

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম...

ভোটের মুখে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াল নবান্ন, বিশেষ দায়িত্ব শীর্ষ আধিকারিকদের 

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের...