Friday, November 14, 2025

সরস্বতী পুজোর (Saraswati Puja) সকালেও গন্ডগোল পাকিয়ে সন্দেশখালিকে উত্তপ্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের (BJP)। অশান্তি এড়াতে সন্দেশখালিতে (Sandeshkhali) নতুন করে ১৪৪ ধারা জারি ! মঙ্গলবার রাতে ধর্নায় বসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযানে গন্ডগোল পাকানোর পর বারাসাতে এসপি অফিসের (SP office, Barasat) সামনে বেআইনি জমায়েত করেন সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাঁরা উল্টে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। প্রশাসনের সঙ্গে বচসার পাশাপাশি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই মধ্যরাতে সুকান্তকে আটক করে পুলিশ। যদিও পরে জামিনে তিনি ছাড়া পেয়ে যান। এরপর আজ ফের সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনভাবেই আজ সেখানে যাওয়া যাবে না। ১৪৪ ধারার কারণে আজ সারাদিন কার্যত হোটেল বন্দি হয়ে থাকতে হবে পদ্ম নেতাকে।

ঠিক যখন স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি, সেখানকার বিভিন্ন স্কুলে আজ সরস্বতী পুজো (Saraswati Puja) উদযাপিত হচ্ছে তখন সেখানে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির (BJP)। মঙ্গলবার আদালতের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয় এবং সন্দেশখালির ১৪৪ ধারা তুলে দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনে তা ফের কার্যকরী করা যেতে পারে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো সাতটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে আজ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করল প্রশাসন। খুলনা জিপি, দুর্গা মন্ডপ জিপি জেলিয়াখালি জিপি, সন্দেশখালি পাত্র পাড়া সহ বেশ কিছু জায়গায় বুধবার সকাল থেকেই মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয়েছে।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version