Saturday, August 23, 2025

সরস্বতী পুজোর (Saraswati Puja) সকালেও গন্ডগোল পাকিয়ে সন্দেশখালিকে উত্তপ্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের (BJP)। অশান্তি এড়াতে সন্দেশখালিতে (Sandeshkhali) নতুন করে ১৪৪ ধারা জারি ! মঙ্গলবার রাতে ধর্নায় বসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযানে গন্ডগোল পাকানোর পর বারাসাতে এসপি অফিসের (SP office, Barasat) সামনে বেআইনি জমায়েত করেন সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাঁরা উল্টে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। প্রশাসনের সঙ্গে বচসার পাশাপাশি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই মধ্যরাতে সুকান্তকে আটক করে পুলিশ। যদিও পরে জামিনে তিনি ছাড়া পেয়ে যান। এরপর আজ ফের সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনভাবেই আজ সেখানে যাওয়া যাবে না। ১৪৪ ধারার কারণে আজ সারাদিন কার্যত হোটেল বন্দি হয়ে থাকতে হবে পদ্ম নেতাকে।

ঠিক যখন স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি, সেখানকার বিভিন্ন স্কুলে আজ সরস্বতী পুজো (Saraswati Puja) উদযাপিত হচ্ছে তখন সেখানে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির (BJP)। মঙ্গলবার আদালতের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয় এবং সন্দেশখালির ১৪৪ ধারা তুলে দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনে তা ফের কার্যকরী করা যেতে পারে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো সাতটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে আজ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করল প্রশাসন। খুলনা জিপি, দুর্গা মন্ডপ জিপি জেলিয়াখালি জিপি, সন্দেশখালি পাত্র পাড়া সহ বেশ কিছু জায়গায় বুধবার সকাল থেকেই মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয়েছে।


Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version