Thursday, November 13, 2025

ছবিটা একবার ভাবুন। সাউথ অস্ট্রেলিয়ার বোলাররা বল করছেন আর তা কুইন্সল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিচ্ছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে এমন দৃশ্য দেখা গেল ৮ বার। আর এতেই মার্শ কাপের ম্যাচটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া জাতীয় দলের উইকেটকিপার ক্যারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। সেই টুর্নামেন্টেই আজ কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির সাউথ অস্ট্রেলিয়া। ক্যারির গ্লাভসের সৌজন্যে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে লক্ষ্যটা ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। দলের পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। বাকিংহামের বলেই ৫টি ক্যাচ নিয়েছেন ক্যারি।

ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নিলেন ক্যারি। ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর।

১৯ বছর পর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়ে ফেলেন উস্টারশায়ারের জেমস পাইপ। এরপর আজ তৃতীয় উইকেটকিপার হিসেবে ক্যারির ৮ ক্যাচ নেওয়ার এই কীর্তি।

ইনিংসে ৮ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে অ্যালেক্স ক্যারির

 

ছবিটা একবার ভাবুন। সাউথ অস্ট্রেলিয়ার বোলাররা বল করছেন আর তা কুইন্সল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিচ্ছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে এমন দৃশ্য দেখা গেল ৮ বার। আর এতেই মার্শ কাপের ম্যাচটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া জাতীয় দলের উইকেটকিপার ক্যারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। সেই টুর্নামেন্টেই আজ কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির সাউথ অস্ট্রেলিয়া। ক্যারির গ্লাভসের সৌজন্যে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে লক্ষ্যটা ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। দলের পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। বাকিংহামের বলেই ৫টি ক্যাচ নিয়েছেন ক্যারি।

ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নিলেন ক্যারি। ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর।

১৯ বছর পর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়ে ফেলেন উস্টারশায়ারের জেমস পাইপ। এরপর আজ তৃতীয় উইকেটকিপার হিসেবে ক্যারির ৮ ক্যাচ নেওয়ার এই কীর্তি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version