Monday, January 12, 2026

মণিপুরে শান্তি ফেরাতে চূড়ান্ত ব্যর্থ! নিজেদের দোষ ‘অনুপ্রবেশকারী’দের উপর চাপালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শান্তি (Peace) ফেরাতে ব্যর্থ সরকার। কিন্তু লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে নিজের পায়ের তলার মাটি সরতেই বড় সিদ্ধান্ত মণিপুরের (Manipur) ডবল ইঞ্জিন (Double Engine) সরকারের। জাতি সংঘর্ষের দায় একেবারে অনুপ্রবেশকারীদের দিকে ঠেলে নিজের ভাবমূর্তি রক্ষার আপ্রাণ চেষ্টা মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (N Biren Singh)। তিনি সাফ জানিয়েছেন ১৯৬১ সালের পর যাঁরা মণিপুরে এসে থাকছেন, তাঁদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আর ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের জেরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে শান্তি বজায় রাখাই এখন বিরেনের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেকারণেই অনুপ্রবেশকারীদের উপরেই কোপ বসাতে চলেছে সরকার।

মুখ্যমন্ত্রীর মতে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং মাদক কারবারিরা মণিপুরের চলমান অশান্তির জন্য দায়ী। তাই অনুপ্রবেশকারী আটকানোর পাশাপাশি, যাঁরা অবৈধ ভাবে রাজ্যে বসবাস করছেন, তাঁদের চিহ্নিত করে নির্বাসিত করার পথে হাঁটছে সরকার। পাশাপাশি মণিপুরের ইনার লাইন পারমিট সিস্টেমকে কার্যকরী করতেই ১৯৬১ সালকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী বিরেন সিং। মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন ২০২২ সালের জুন মাসে মণিপুর মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবের জেরেই ১৯৬১ সালকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে মণিপুরের হিংসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের নিজেদের বাঁচতে হবে। এটা আমাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই।’’

গত বছরের মে মাস থেকে জাতি সংঘর্ষে অশান্ত মণিপুর। বার বার উত্তর পূর্বের এই রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত জাতি সংঘর্ষে ১৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আর এমন আবহে হিংসা সামাল দিতে ব্যর্থ হওয়ায় অনুপ্রবেশকারীদেরই রাজ্য ছেড়ে চলে যাওয়ার নির্দেশ মণিপুর সরকারের।

 

 

 

 

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...