জনমুখী বাজেট পেশ করে তাক লাগিয়ে দিয়েছে তৃণমূল সরকার। গত বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট পেশ করার পর আজ বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কী বলবেন সেই দিকে নজর রাজনৈতিক মহলের। সূত্রের খবর নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনার পর বিধানসভায় (Assembly) একটি সাংবাদিক বৈঠকও করবেন মমতা।

লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভার এই অধিবেশনে অংশ নিতে পারছেন না শুভেন্দু অধিকারী। যেভাবে জনকল্যাণমূলক বাজেট পেশ করা হয়েছে তাতে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। আজ মুখ্যমন্ত্রী বক্তব্যের সময়ে অন্যান্য বিজেপি নেতারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আজ বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ আলোচনায় বসবেন বলেও শোনা যাচ্ছে।