Saturday, August 23, 2025

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Foreign Exchange Violation) লঙ্ঘন করার অভিযোগ! এবার সেই সংক্রান্ত এক মামলায় তলব করা হল মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। আগামী সোমবারই তাঁকে ইডির (Enforcement Directorate) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই একটি মামলায় তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছে বলে খবর। যদিও ইডির তরফে তিনি কোনও সমন পাননি বলেই জানিয়েছেন মহুয়া। তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদের দাবি তাঁর বিরুদ্ধে ওই ধরনের কোনও অভিযোগ আনা যেতে পারে না। আর সেকারণেই এবার পাল্টা আইনজীবী মারফৎ ইডিকে চিঠি পাঠাতে চলেছেন মহুয়া। তবে মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপকে একেবারেই সহজভাবে দেখছে নে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোর করে হেনস্থা করার জন্যই এমন পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এদিকে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি। আগামী বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি এদিন এক চিটফান্ড মামলার তদন্তে মুকুল রায়কেও ইডি হাজিরার নির্দেশ দিয়েছে বলে খবর। আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। তবে মহুয়া হাজিরা দেবেন কী না তা এখনও স্পষ্ট নয়। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে গত ডিসেম্বরেই মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল। এরপরই এথিক্স কমিটি রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে বাতিল হয়ে যায় তাঁর সাংসদ পদ।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version