Monday, November 10, 2025

সুপ্রিম কোর্টে ধাক্কা মোদি সরকারের! ‘নির্বাচনী বন্ড অসাংবিধানিক’, ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে নির্বাচনী বন্ড মামলায় রায়দান সুপ্রিম কোর্টের (Supreme Court)।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার জানায় মোদি সরকারের (Modi Government) জারি করা নির্বাচনী বন্ড (Electoral Bond) প্রকল্প অসাংবিধানিক। তাই এই প্রকল্প খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত (SC)। বড় ধাক্কা খেলো মোদি সরকার।

নির্বাচনী বন্ড প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয় যে রাজনৈতিক দলগুলির আর্থিক অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নগদ টাকার পরিবর্ত হিসেবে নির্বাচনী বন্ড চালু করা হচ্ছে।দেশের বিভিন্ন সংস্থাও নির্বাচনী বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সহায়তা প্রদান করতে পারে বলেও প্রস্তাব রাখা হয় প্রকল্পে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের মামলা হয়। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায় বেনামি নির্বাচনী বন্ডের ফলে সংবিধানে প্রদত্ত বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়। উল্লেখ্য, সংবিধানের ১৯ (১) (এ) ধারার আওতায় সব নাগরিকদের বাকস্বাধীনতা প্রদান করা হয়েছে। কিন্তু এই বন্ড সেই ধারাকে ভঙ্গ করবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারের কিছুই জানার অধিকার থাকতে পারে না বলে মোদি সরকার যে যুক্তি দিয়েছিল তাও খারিজ করে শীর্ষ আদালত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। ২০১৭-র অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে নরেন্দ্র মোদি সরকার ২০১৮ থেকে নির্বাচনী বন্ড চালু করে। ফলে কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, তাদের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। সেক্ষেত্রে ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে বলে জানিয়েছিল মোদি সরকার। এই প্রকল্পের নামে কেন্দ্র এবং অধিকাংশ রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে গেরুয়া শিবির যে অর্থ আমদানির পাকাপাকি বন্দোবস্ত করে তুলতে চাইছিল, আজ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে তা নস্যাৎ করে দিয়েছে।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version