Sunday, November 9, 2025

ব্লু-টিকধারী জেহাদি সংগঠন! সন্ত্রাসবাদীদের টাকায় ফুলেফেঁপে উঠছে মাস্কের ‘এক্স’

Date:

সন্ত্রাসবাদী সংগঠনগুলির থেকে পাওয়া বিপুল অর্থে ফুলে ফেঁপে উঠছে মাইক্রো ব্লগিং সংস্থা এক্স। শুনতে আশ্চর্য লাগলেও প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিয়মে এক্স-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে জেহাদের বিষ। এই সবকিছু জেনেও শিবনেত্র হয়ে বসে রয়েছেন এক্স কর্তা এলন মাস্ক।

‘টেক ট্রান্সপারেন্সি প্রোজেক্ট’ নামের সংস্থা এক্স-এর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে। যেখানে বিস্ফোরক দাবি করে বলা হয়েছে, আমেরিকায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলো দিব্বি এক্স হ্যান্ডেল ব্যবহার করছে। শুধু তাই নয়, টাকা দিয়ে নিজেদের হ্যান্ডেলের জন্য ‘ব্লু টিক’ও কিনেছে তারা। মাত্র কয়েক ডলারের বিনিময়ে মাইক্রো-ব্লগিং সাইটটিকে প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলেছে জেহাদিরা। সবটা জেনেও চুপ করে বসে রয়েছেন টেকদুনিয়ার ধনকুবের এলন মাস্ক। রিপোর্টে আরও বলা হয়েছে, যেহেতু এখন টাকার বিনিময়ে এক্স হ্যান্ডেলে প্রচার করা সম্ভব, তাই নতুন আইনি জটিলতা দেখা দেবে এবং ফেক নিউজের রমরমা ঠেকানো আরও কঠিন হয়ে উঠবে।

বর্তমানে মাসিক ৮ ডলারের বিনিময়ে এক্স-এ পাওয়া যায় ব্লুটিক পরিষেবা। যার ফলে দীর্ঘ বয়ান লেখা যায় ও বেশি প্রচার পাওয়া যায়। প্রাক টুইটারে ব্লু টিকের অর্থ ছিল ভিভিআইপিদের ভেরিফায়েট প্রোফাইল। এখন সেটাই টাকার বিনিময়ে বিক্রি হওয়ায় ব্লুটিক কিনেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা থেকে শুরু করে আল কায়দা, ইসলামিক স্টেটের মতো গ্লোবাল জেহাদি দলগুলো। এই মাইক্রো ব্লগকে হাতিয়ার করে বিশ্বজুড়ে ছড়ানো হচ্ছে জেহাদের বিষ। আর এই সবটাই চলছে মার্কিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version