Thursday, August 28, 2025

দায়িত্ব থেকে অব্যাহতি! জ্যোতিপ্রিয়র হাতে থাকা দুটি দফতর পার্থ-বীরবাহাকে

Date:

আরও দায়িত্ব বাড়ল মন্ত্রী পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদার। বনদফতরের পূর্ণ মন্ত্রী হলেন জঙ্গল কন্যা বীরবাহা হাঁসদা। রেশন মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyoti Prakash Mallik) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে দফতরগুলি নিয়ে তিনি নতুন ভাবে দায়িত্ব দেওয়া হল দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে। পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব সেচমন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhoumik) হাতে দেওয়া হল। আর বন দফতর, স্বনির্ভর গোষ্ঠী এবং স্ব নিযুক্তি বিভাগের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda) দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পরামর্শ মতোই রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) মন্ত্রিসভার এই রদবদল করেছেন বলে রাজভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তৃণমূলের বক্তব্য, ইডির জন্য এই পদক্ষেপ নয়। কারণ এই সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছিল রাজ্য সরকারই। তৃণমূল দুর্নীতিকে যে প্রশ্রয় দেয় না বা দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব তা আগেই বুঝিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্ত্রিত্বের এই রদবদলে স্বাক্ষর করেছেন বলে রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সংবিধানের 166(3) অনুচ্ছেদ অনুসারে, রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) বন, পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ ও শিল্প পুনর্গঠনের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পরামর্শে  পার্থ ভৌমিক এবং বীরবাহ হাঁসদাকে বিভাগগুলির দায়িত্ব দেওয়া হয়েছে। সেচ ও জলপথ বিভাগ এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগ পার্থ ভৌমিককে এবং বন বিভাগ (স্বাধীন দায়িত্ব) ও স্ব-সহায়ক গোষ্ঠী এবং স্ব-কর্মসংস্থান বিভাগ বীরবাহা হাঁসদাকে দেওয়া হল।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version