দিল্লিতে মালগাড়ি উল্টে কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শনিবার দুপুরে দিল্লিতে একটি মালগাড়ি উল্টে যায়। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে । মালগাড়ির নীচে বেশ কয়েকজনের চাপা পড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে একটা নাগাদ দিল্লির জাখিরা ফ্লাইওভারের কাছে পটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় মালগাড়িটি। ওয়াগানগুলি ছিটকে পড়ে যায় লাইনের পাশে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে রেল লাইনের পাশে গড়িয়ে পড়ে সেই লোহার শিট। যেখানে দুর্ঘটনা ঘটে, তার পাশেই বস্তি। সেখানে প্রচুর মানুষ থাকেন। অনেকেই রেল লাইনের আশপাসে ছিলেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সবাই।
মালগাড়ি উল্টে যাওয়ায় কয়েকজন কামরার নীচে চাপা পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ।মালগাড়ি উল্টে যাওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

Previous articleডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের
Next articleবর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর