Monday, August 25, 2025

উচ্চমাধ্যমিক ২০২৫ নিয়ে বড় ঘোষণা সংসদের, এবার অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম

Date:

আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম। সামনের বছর থেকেই এই নতুন বিষয় সংযোজিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে। এতে বিভ্রান্তি এড়ানো যাবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

শুক্রবার পরীক্ষা শুরুর দিনেই পরীক্ষার কেন্দ্র নিয়ে বিভ্রান্তি ছড়ায়। মালদহে এক স্কুলের কিছু ছাত্রকে ভুল পরীক্ষাকেন্দ্রের নাম বলা হয়। সেখানে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারেন সেই স্কুলে নয় বরং অন্য একটি স্কুলে সিট পড়েছে তাঁদের। এরপরেই স্বাভাবিক ভাবে হতচকিত হয়ে যান পরীক্ষার্থীরা। তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনের সহায়তায় টোটো করে সময়ের মধ্যেই তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ওই স্কুলের বাকি ছাত্রদের কাছে সঠিক স্কুলের নাম জানা থাকলেও এই কয়েকজন ছাত্রকে কেন ভুল স্কুলের নাম বলা হল তাই নিয়ে রিপোর্ট তলব করেছি প্রধান শিক্ষকের কাছ থেকে। এখনও রিপোর্ট আসেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দেখা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকলেও, উচ্চমাধ্যমিকে কেন্দ্রের নাম লেখা থাকে না। তাই আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকেও অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগামী বছর থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন। এতদিন ধরে স্কুলগুলো ছাত্র-ছাত্রীদের জানিয়ে দিত পরীক্ষাকেন্দ্রের নাম।

আরও পড়ুন- জোর ধাক্কা ভারতীয় শিবিরে , পারিবারিক সমস্যার কারণে তৃতীয় টেস্টে নেই অশ্বিন

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version