Friday, July 4, 2025

অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশে!

Date:

Share post:

শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে! কোনওমতে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করতে গিয়ে মধ্যপ্রদেশ পুলিশ আরও যে খবর পেল তাতে শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বয়ে যাবে। অর্ধেকের বেশি দগ্ধ ওই মহিলা গণধর্ষণের শিকার। আপাতত মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের নিকটবর্তী অম্বা শহরের চাঁদকাপুরা এলাকার বাসিন্দা ওই মহিলা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন গোয়ালিয়র হাসপাতালে। সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে একাধিক নারীনিগ্রহের ঘটনার উদাহরণ উঠে এসেছে। সেই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা মহিলার ওপর এই নির্যাতনের ঘটনা রাজ্যে নারীর নিরাপত্তার বিষয়টাকে আরও স্পষ্ট করে দিচ্ছে।

শুক্রবার মধ্যপ্রদেশের চাঁদকাপুরার বাসিন্দা ওই মহিলা স্থানীয় এক মহিলার বাড়িতে যান। সেখানেই তিন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য সেখানেই তাঁর গায়ে জ্বালানি তেল ঢেলে দেয় তিন অভিযুক্ত ও ওই মহিলা। তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনওক্রমে নিজের শরীরের আগুন নেভান অন্তঃসত্ত্বা ওই মহিলা। ততক্ষণে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রশাসনিক আধিকারিক সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মহিলার স্বামীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয় অম্বা থানায়। সেই মামলার বর্তমানে জামিনে মুক্ত মহিলার স্বামী। সেই ঘটনার মীমাংসা করতে আক্রান্ত মহিলা অভিযোগকারী মহিলার কাছে চাঁদকাপুরায় যান শুক্রবার। সেখানেই শেষ পর্যন্ত এই পরিণতি হয় তাঁর।

ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পুলিশের ওপর হয়তো ডবল ইঞ্জিন সরকারের প্রশাসনও ভরসা রাখতে পারেনি মধ্যপ্রদেশে। তদন্তকারী আধিকারিকদের গোপণ জবানবন্দিতে মহিলা গোটা ঘটনা বর্ণনা করেন। সেই সঙ্গে মহিলার স্বামী তদন্তকারীদের একটি ভিডিও জমা দিয়েছেন। তবে পুলিশ কোনও জবানবন্দি সংগ্রহ করতে পারেনি।

spot_img

Related articles

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে...