Friday, November 14, 2025

১) ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১৯৬ রান । ভারতেই হয়ে দ্বিতীয় ইনিংসে শতরান যশস্বী জসওয়ালের। ১০৪ রানে আউট হন তিনি। ভারতে হয়ে ক্রিজে রয়েছেন, শুভমন গিল এবং কুলদীপ যাদব। ৬৫ রানে অপরাজিত শুভমন ।

২) ঘরের মাঠে আইএসএল-এর ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ১-০ গোলে পিছিয়ে থেকেও নর্থইস্ট ইউনাইটেডকে হারালো ৪-২ গোলে। বাগানের হয়ে গোল গুলি করেন লিস্টন কোলাসো, জেসন ক্যামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদের। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের দল।

৩) আইএসএল-এ জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ক্লেটন সিলভা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে এল কুয়াদ্রাতের দল।

৪) রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে বিহারের বিরুদ্ধে দাপট বাংলার। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিহারের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৩২। ২৮৪ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪১১ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা। ব্যাট হাতে তান্ডব চালান অভিমন্যু ঈশ্বরণ। ২০০ রানে অপরাজিত তিনি।

৫) চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আর তারই মধ্যে বোর্ডের চুক্তিবদ্ধ এবং ভারত-এ দলের ক্রিকেটারদের চিঠি পাঠালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বলা ভালো এ চিঠিতে সতর্ক বার্তা পাঠিয়েছেন বোর্ড সচিব। চিঠিতে লেখা হয়েছে, এবার থেকে রঞ্জিট্রফির ম্যাচ না খেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version