Saturday, May 3, 2025

কর্তারপুর সীমানায় অস্ত্র! আন্দোলনকারী কৃষকদের ‘উস্কানি’ পান্নুনের

Date:

ফের কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাব হরিয়ানা সীমানা।ফসলের ন্যায্য সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত চারদিন ধরে উত্তাল শম্ভু সীমানা। পুলিশি বাধায় দিল্লি ঢুকতে পারেননি তারা। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তারা। সমস্যা সমাধানের জন্য রবিবার ফের কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। রীতিমতো সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘উস্কানি’ দেওয়ার চেষ্টা করলেন তিনি।

কী করেছেন পান্নুন? পাঞ্জাব-হরিয়ানা পুলিশের উপর হামলা করার জন্য অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছেন তিনি। সেখানে তার উস্কানিমূলক কথাবার্তায় নড়েচড়ে বসেছে পুলিশ। নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। ভিডিয়ো বার্তায় পান্নুন আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে বলেছেন, কর্তারপুর সীমান্তে অস্ত্র রাখা আছে। সেই অস্ত্র নিয়ে পুলিশদের উপর হামলা করুন। আপনাদের দাবি পূরণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন। যদিও সরকার দাবি করেছে, আন্দোলন করার অধিকার কৃষকদের রয়েছে। কৃষকেরা কখনই এসএফজে-র কথা শুনবেন না। কেন্দ্র সরকার কৃষকদের সমস্ত সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, আলোচনা চলছে।

গত মঙ্গলবার ‘দিল্লি চলো’ কর্মসূচি শুরু করেছেন কৃষকরা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন প্রায় সাড়ে তিনশো কৃষক সংগঠন। কৃষকদের দাবি, ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে।কৃষকদের এই আন্দোলন রবিবার ষষ্ঠ দিনে পড়ল। রবিবারের বৈঠকে সরকারের তরফে তিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, অর্জুন মুন্ডা এবং নিত্যানন্দ রাই থাকছেন এই বৈঠকে। জানা গিয়েছে, রবিবারের বৈঠকে একটি নতুন কমিটি তৈরির প্রস্তাব করা হতে পারে কেন্দ্রের তরফে। সেই কমিটিতে সরকারি কর্মীদের পাশাপাশি কৃষক নেতাদেরও রাখা হবে। এখন দেখার, বৈঠক থেকে সমাধান সূত্র আদৌ মেলে কিনা।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version