Wednesday, December 24, 2025

কৃষকমৃত্যুর পর ফিরল হুঁশ! চাপের কাছে নতিস্বীকার শুরু কেন্দ্রের

Date:

Share post:

প্রায় একমাস ধরে আন্দোলন, কৃষকদের ওপর অমানুষিক কাঁদানে গ্যাসের সেলের বৃষ্টি, কৃষক মৃত্যু। অবশেষে যেন হুঁশ ফিরল কেন্দ্র সরকারের। মধ্যরাত পর্যন্ত কৃষকদের সঙ্গে বৈঠকের পর কৃষকদের নূন্যতম সহায়ক মূল্যে ফসল কেনার দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে এটাও লোকসভা ভোটের আগে সরকারের গিমিক কি না সেই সন্দেহের অবকাশও থাকছে, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রীরা জানান পাঁচ বছরের জন্য এই নিয়ম কার্যকর রাখবে কেন্দ্র সরকার।

রবিবার রাত ৮.১৫ মিনিট থেকে কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রী অর্জুন মুণ্ডা, খাদ্য ও সরবরাহ-ক্রেতা সুরক্ষা মন্ত্রী পীযূষ গোয়াল এবং প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। বৈঠক প্রায় মধ্যরাত পর্যন্ত চলে। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল জানান কৃষকদের দাবি মেনে দানাশস্য, ভুট্টা, তুলো সরকারি সংস্থাগুলি নূন্যতম সহায়ক মূল্যে কেনার প্রস্তাবে সায় দিয়েছে। কৃষকদের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য ফসলের সহায়ক মূল্য স্থির হবে।

এর আগে তিনবার বৈঠক হলেও কৃষকদের দাবি মানতে অনড় মনোভাব দেখিয়েছে কেন্দ্র সরকার। দুই কৃষকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। অবশেষে লোকসভা ভোট এগিয়ে আসতে চতুর্থ বৈঠকে সুর নরম কেন্দ্রের। বৈঠক শেষে কৃষকরা জানান কেন্দ্রের সিদ্ধান্তের ওপর তাঁরা আলোচনায় বসবেন। কেন্দ্রের সঙ্গে চুক্তিতে তাঁরা রাজি হবেন কি না, তা আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই দুদিন আন্দোলন স্থগিত রাখার কথাও জানানো হবে।

তবে কৃষকদের একটি দাবি মানলেও একাধিক দাবি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার। ঋণ মকুব ও পেনশনের দাবির মতো দাবিগুলি নিয়ে সরকার সিদ্ধান্ত না নিলে আন্দোলন থেকে পিছিয়ে আসার পথে কোনওভাবেই তারা যাবে না, এমনটাই দাবি কৃষকদের। নিজেদের বৈঠক শেষে ২১ ফেব্রুয়ারি থেকে নতুন পন্থা স্থির করে আবার আন্দোলনে নামার ঘোষণা করেন তাঁরা।

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...