Friday, August 22, 2025

প্রধানমন্ত্রী আর কতদিন চুপ থাকবেন, চোপড়ায় প্রশ্ন ক্ষুব্ধ চন্দ্রিমার

Date:

Share post:

বিএসএফের পক্ষে এখনও পর্যন্ত কোনও সহায়তা পায়নি চোপড়ায় মৃত শিশুদের পরিবার। চারটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল। এতবড় ঘটনা ঘটে গেল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও হেলদোল নেই।প্রধানমন্ত্রী আর কতদিন চুপ করে থাকবেন। কোনও অনুমতি ছাড়াই নিকাশি নালা কাটছিল বিএসএফ। এই কাজের জন্য স্থানীয়দের আগাম সতর্ক করার প্রয়োজনটুকুও দেখায়নি। এতটাই দায়িত্বজ্ঞানহীন যে চারটি শিশু খেলতে গিয়ে নালায় পড়ে গেল, অথচ না দেখেই জেসিবি দিয়ে মাটি চাপা দিয়ে দিল। অকালে চারটি শিশুর প্রাণ গেল, কিন্তু একবারও বিএসএফের কেউ পরিবারগুলির সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি। বিএসএফ শুধুই সীমানার আইন দেখাতে চায়, সাধারণ মানুষের জন্য কিছুই করে না। মনে রাখবেন এটা রাজ্যের সীমানা। আমরা কেন্দ্রের অফিসারদের ডেকে জবাব চাইব। কার অনুমতি নিয়ে এই নিকাশিনালা কাটা হচ্ছিল। কেন্দ্র সরকারও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার চেতনাগছ গ্রামে গিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন রাজ্যের মন্ত্রী সন্তানহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান।এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক হামিদুল রহমান, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা প্রমুখ। মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিজনেরা। তার কাছে পরিবারের তরফে অভিযোগ করা হয় যে এখানে নিকাশিনালা কাটার কোনও কথাই তাদের জানা ছিল না। জানা থাকলে তারা শিশুদের তার ধারে কাছে যেতে দিতেন না। মন্ত্রী আরও বলেন, রাজ্যপাল এসে কথা বলুন মৃত শিশুদের মায়েদের সঙ্গে, কথা বলুন সাধারণ মানুষের কাছে। রিপোর্ট দিন কেন্দ্রকে।

উল্লেখ্য, গত সোমবার চেতনাগছ গ্রামে সীমানায় বিএসএফের নিকাশিনালা খননকার্য চলাকালীন মাটি চাপা পড়ে বেঘোরে প্রাণ যায় চার শিশুর। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিএসএফের বিরুদ্ধে লাগাতার শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিএসএফের শাস্তির দাবিতে রাজ্য বিধানসভায় সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চোপড়ায় বিএসএফের শাস্তির দাবিতে অবস্থানে বসেছিলেন এলাকার বিধায়ক,রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্ব। দুর্ঘটনার পরে চোপড়ায় আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তারা বিএসএফ আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন। তারাও বিএসএফের ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এরই পাশাপাশি এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব ১২ জনের প্রতিনিধিদল তৈরি করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাত্‍ করে। রাজ্যপালকে চোপড়া পরিদর্শনের অনুরোধ জানান তারা। সেই মতো মঙ্গলবার চোপড়ায় ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপালের আসার সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...