Thursday, August 28, 2025

আধার কার্ড বাতিলের ‘নির্লজ্জ ছক’ বিজেপির! প্রয়োজনে বিকল্প কার্ড রাজ্যের: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

ভোটের আগে আধার বাতিলের নির্লজ্জ ছক বিজেপির। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আধার কার্ড (Aadhar Card) বাতিল হলেও চিন্তা নেই বিকল্প কার্ড দেব রাজ্য সরকার। তার মাধ্যমেই সব প্রকল্পের টাকা দেওয়া হবে। পাশাপাশি, মঙ্গলবার থেকেই একটি পোর্টাল চালু করছে রাজ্য  সরকার। যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁরা সেই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, “যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। ব্যাঙ্ক বা অন্য কাজে কারও সমস্যা হবে না।“ এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানান মমতা। একই সঙ্গে নির্বাচন কমিশনেও যাবে রাজ্য সরকারের প্রতিনিধি দল।

এদিন সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, জেলা ধরে ধরে গরিব, সংখ্যালঘু, তপশিলি মতুয়াদের কার্ড বাতিল হচ্ছে। সবচেয়ে বেশি মতুয়াদের। তারপরেই তালিকায় তফসিলি ও নমঃশূদ্র। আশঙ্কা প্রকাশ করে মমতা (Mamata Banerjee) বলেন, এবার একটা কার্ড দিয়ে বলবে সিএএ হল, নাগরিকত্ব দেওয়া হল বা হল না। যাও ডিটেনশন ক্যাম্পে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, আমার শরীরে রক্ত থাকতে বাংলায় এনআরসি হতে দেব না। এদিন বিকল্প পরিচয়পত্র দেওয়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী। বলেন, “আধার কার্ড নিয়ে যাঁরা ছেলেখেলা করছেন মানুষই তাদের আঁধারে ফেলে দেবেন৷ মনে রাখবেন এর বিচার হবে, কোনও অসুবিধা হলে আমাদের জানান, আমরা বিকল্প কার্ড দেব যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে, সব সুবিধাও পাবেন৷“ মমতা জানান, যাঁদের আধার কার্ড বাতিল হচ্ছে তাঁরা আধার নম্বর দিয়ে সরকারকে জানালে বিকল্প কার্ড দেবে রাজ্য৷ মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের বাসিন্দাদের সরকারি সুবিধা দেওয়া রাজ্যের দায়িত্ব৷ ফলে রাজ্য সরকার চাইলেই বিকল্প পরিচয়পত্র দিতে পারে। এই কার্ডের মাধ্যমেই যাঁদের আধার বাতিল হবে তাঁরা রাজ্যের প্রকল্পের টাকা পাবেন।

গত বৃহস্পতিবার থেকেই প্রথম আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড বাতিলের অভিযোগ নিয়ে রবিবার সিউড়ির জনসভায় মুখ্যসচিব বিপি গোপালিককে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর মঞ্চ হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে তিনি জানান, আধার গ্রিভ্যান্সের পোর্টাল অফ গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পোর্টাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: আইপিএলের সর্বকালের সেরা দলের নেতা ধোনি, নেই রোহিত

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, চক্রান্ত করে ভোটে জেতা যায় না। তাঁর কথায়, আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছে মোদি সরকার। মানুষ তাদের আঁধারে ফেলবে। মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে আইনের সাহায্য নেবে রাজ্য। মমতার অভিযোগ, বিজেপির এই ষড়যন্ত্রে  মদত দিচ্ছে সিপিএম-কংগ্রেস।

এরপরেই বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী আশ্বাস, “ভয় পাবেন না। রাজ্য সরকার আপনাদের অধিকার প্রোটেক্ট করবে।“  এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানান মমতা। একই সঙ্গে নির্বাচন কমিশনেও যাবে রাজ্য সরকারের প্রতিনিধি দল।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version