আজ থেকেই রাজ্যে চালু আধার গ্রিভান্স পোর্টাল

আধারে (Aadhar Card) বাংলার মানুষকে আলোর দিশা দেখাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকার (Central Government) যতই আধার কার্ড বাতিল করুক না কেন তাকে রাজ্যের মানুষ কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM of WB)। সোমবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পোর্টাল খুলছে রাজ্য। যাঁদের কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ হয়েছে, সেখানে তাঁরা নাম নথিভুক্ত করবেন। সেই মতো আজ থেকেই কাজ শুরু।

রাজ্য সরকারের (Government of West Bengal) আধার গ্রিভান্স পোর্টালে যাঁরা ভুক্তভোগী তাঁরা সহজে অভিযোগ জানাতে পারবেন। ফলে কেন্দ্রের চক্রান্তে আচমকা আধার কার্ড বাতিল হওয়ায় সাধারণ মানুষের আশঙ্কার কোনও কারণ নেই। যাঁদের কার্ড নিয়ে এই সমস্যা হচ্ছে, তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। এই বিকল্প কার্ডের ফলে একদিকে যেমন নাগরিকত্বও রক্ষা হবে, তেমনই রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ সব সুবিধা মিলবে।


Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস