সচিনের পর এবার ডি.পফেকের শি.কার বিরাট

সম্প্রতি, ডিপফেক ভিডিও-র শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সচিন ।

এবার ডিপফেকের শিকার ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কয়েকদিন আগে এই ডিপফেকের শিকার হয়েছিলেন সচিন তেন্ডুলকর । আএ এবার সেই তালিকায় যোগ দিলেন বিরাট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক একটি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করছেন । শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করা যাবে। এমনটাই দাবি করা হয়েছে সেই বিজ্ঞাপনে। অবশ্য এই ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তীব্র প্রতিবাদ করে সরব হয়েছেন বিরাট কোহলির অনুগামীরা। যদিও এই নিয়ে কোন মুখ খোলেননি বিরাট নিজে।

সম্প্রতি, ডিপফেক ভিডিও-র শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সচিন । গত ১৫ জানুয়ারি একটি ভিডিও প্রকাশ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেই ভিডিওতে মাস্টার ব্লাস্টার আবেদন করেছিলেন, “প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো ভিডিও বানানো হয়েছে। তাই এই ভিডিও দেখলে অবশ্যই তার বিরুদ্ধে রিপোর্ট করুন। কোনও অভিযোগ জমা পড়লে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও। তাঁদের তরফে কোনও ব্যবস্থা না নিলে এমন ডিপফেক ভিডিও আরও বেশি ছড়িয়ে পড়বে।“

আরও পড়ুন- কোথায় আছেন বিরাট-অনুষ্কা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি